দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day) । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ঝাড়গ্রামে আদিবাসী দিবসে বর্ণময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কবিতা

কবিতা তুমি মধ্যরাতে
কেন আমাকে ডাকো?
কেন সর্বদা গুঁতিয়ে গুঁতিয়ে
জাগিয়ে মোরে রাখো?

কবিতা তুমি তো জাগ্রত বিবেক
নওকো পটের ছবি
তোমার অলঙ্কার তব অহঙ্কার
তুমি সমুদ্রতটের রবি।।

কেউ তোমাকে ছন্দে মেলায়
কারো কলমে কবিতা গদ্য
সহজ-সরল বাস্তব সমৃদ্ধ
মনে হয় কবিতা সদ্য।।

শব্দ শব্দে শব্দ ঝংকার
ছন্দে ছন্দে ছন্দ সঞ্চার
গদ্যে-পদ্যে অপূর্ব সমাহার
কবিতার মাঝে কাব্য ঝংকার।।

যখন তুমি আলিঙ্গন করো
মনে হয় এক বিস্ময়।
আবার যখন অভিমান করো
প্রত্যুষে হয় প্রত্যয়।।

ছন্দ-ছন্দে, শব্দ-শব্দাঙ্গে
তোমার বরণ মালা
অরুণ কিরণের জন্মলগ্নে
তুমি কমলাকাঞ্চন বেলা।।
তুমি ডাকলেই হৃদস্পন্দন
স্পন্দনে হয় নন্দন
তোমার কথায় সাড়া না দিলে
মনসাগরে হয় ক্রন্দন।।

নিশুত রাতে, কাব্য প্রাতে
তুমি হয়ে যাও সাথী
দিনের বেলায় যখন ডাকো
ভাষা হয়ে যায় পাতি।।

সব সময় যদি ডাকতে থাকো
কাজ করবো কখন বলো তো
বিরক্ত করো তবে রিক্ত করো না
কারণ, আমার নেই কবিত্ব।।

রাতদুপুরে ডাকতে হলে
কবিত্ব নিয়েই এসো
না হলে কবিতায় ছন্দ থাকবে না
অছন্দ সমুদ্রে ভেসো।।

Latest article