দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
পাখিবিতান
পাখিবিতানের সবুজ বসন্তে
ডুয়ার্সের কত পাখি
দেখলে হৃদয় জুড়িয়ে যায়
থমকে যায় আঁখি।
রেখাবসন্ত-বসন্তবাউরি—
ময়ূর ও চকাচকি
সেকরা পাখি, পুঁটিরাম ধনেশ
টুক-ক-কি ডাকি।
মোহনচূড়া ও নীলকণ্ঠ
গুড়িয়াল মাছরাঙা
রঙের বাহারে রং সেজেছে
নীল সবুজে ডানা।
বাঁশপাতি-চাতক-কোয়েল
টিয়া আর ময়না
সাথে রয়েছে বাহারী রকম
সাধের পাখি চন্দনা।
চিল-শকুন-জলপিপি
কাঁটাটিট্রি, পানকৌড়ি
কাস্তেচরা ও বকের মাঝারে
ডুয়ার্সের বনে সুন্দরী।
মদনটাক-নীলপরী
কাজলপাখি ও হরবোলা
দেখলে পরেই হৃদয় জুড়ায়
মন হয়ে যায় খোলামেলা।
দোয়েল-হাঁড়িচাচা-ফিঙে
ভীমরাজ আর শ্যামা
লালফিঙা সহ কত শত পাখি
ডুয়ার্সের বনে রাঙা।
বুলবুল-সাতভাই-টুনটুনি
গানে গানে গুনগুনি
চড়াই-খঞ্জনা-মুনিয়া
শুধু মনে হয় ডাক শুনি।
প্রকৃতির মাঝারে পাখিবিতানে
গীতবিতানের সঞ্চার
ডুয়ার্সের সব বনে-জঙ্গলে
বহু রকমের পাখির বাহার।
সৃষ্টির সবুজের সাজানো সংসারে
পাখিরা মোদের বন্ধু
রকমারি ঠোঁটের, রকমারি কাজে
গাছেদের উপকারী বিন্দু।
বিচিত্র রঙের রঙ মাঝারে
প্রকৃতির অপরূপ সৃষ্টি
পাখিরা গাছবন্ধুদের মণিরতন
মণিহার অপরূপ মিষ্টি।

Latest article