দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

মুড়ি

নুতন সকালের সাথেই
শুরু হল বিরহের দান।
অঙ্কুরের মতো জন্মেছিল
এক ছোট্ট শিশু
তার শরীরের ঘ্রাণে
ছন্দ ফিরে পেয়েছিল বাবা-মা,
পর্ণকুটীরের এক দরিদ্র পরিবার।
আকাশের নক্ষত্রর মতো
আলো জ্বেলে ছিল ঘরে।
অন্ধকারেও আঁখি যুগল
একেবারে উজ্জ্বল সূর্যের ছটায়।
হৃদয়ে নিয়ে এল এক সমুদ্র নিশ্বাস।
ভবিষ্যৎ একেবারে স্বর্ণকাতান,
ভেবেছিল আশার আলোকে
বুক বাঁধবার সাহস।
সেই হতদরিদ্র পরিবারের।
কত স্বপ্ন, কত সুখ,
কত আশা, কত ভরসা।
শিশুর কান্নায় ডেকে উঠত পাখি,
হাসলে পরে ঝরত চাঁদের হাসি।
রোজ ঘুম ভাঙত তার কান্নার আওয়াজে।
একদিন রাতে সে অশান্ত,
বিবর্ণ ক্রন্দনে ভারাক্রান্ত
কাঁদতে কাঁদতে থেমে গেল কান্না
বাবা-মা বুঝতে পারে না মৃত্যুর ভাষা,
রোজ সকালে কাঁদলেও
সেদিন আর খোকা কাঁদছে না,
জাগছে না, হাসছে না—
একেবারে নিথর/নিঃশব্দ।
পৃথিবীর বুকে বাজল
এক আশঙ্কার আলোড়ন।
সব থেকেও সব শেষ,
নিভে গেল দীপ,
নিঃশেষ আঁখি বাতাস।
খসে গেল, ক্ষয়ে গেল
ছিটকে পড়ল ছোট্ট নক্ষত্র।
বাবা-মা বসে আছেন
আগলে স্মৃতি।
আজও কেউ নেই, আশা নেই,
তবু বাঁচার লড়াই,
দু’মুঠো ভাতের লড়াই।
পা দু’টো আর সোজা হয় না।
কিন্তু খাবে কি
খোকার মতো সেই যে শয্যা নিল,
আর উঠল না।
আর নির্জন রাত্রির মতো
খোকার বাবা আজও ঘুরছে
রাস্তায় রাস্তায়
ঝাল মুড়ি বিক্রি করে।
মুড়ি খাবে? মুড়ি?
মাত্র ২ টাকা !!!

Latest article