‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
সৃষ্টি
শরীরটাকে কাজের মধ্যে
ব্যস্ত রাখলে
শরীর দেয় না দুশ্চিন্তা
আর যদি আলস্য দাও
তবে ভোগাবে
ভোগাবে – জ্বালাবে, শুধু চিন্তা।।
পৃথিবীকে সাজাতে হবে
সুন্দর ভাবে
সাঁরে জাঁহাসে আচ্ছা।
তোমার পতাকা অভিষিক্ত
বজ্র আগুনে
শপথ নাও স্বেচ্ছা।।
ক্ষুরধার প্রত্যঙ্গ তরঙ্গে
বাঁধ ভাঙো
ধৈর্য ধরে আকাশ গঙ্গায়।
নিভন্ত অগ্নির চিতায়
কাঁদবে না
দাঁড়াও পৃথিবীর আশ্রয়।।
খোলো বিশ্বের জানালা
খেলাঘর
পাবে জীবনের ছায়া।
আত্মরক্ষার প্রাচীর তোল
পরিব্রাজক
তরঙ্গ তোল গঙ্গায়।।
পথ চলার সাহসীকে
মুষ্টিবদ্ধ
সৈনিক স্যালুট জানাও।
দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলো
মাথা তোলো
নিজেকে বিকিয়ে দাও।।
সৃষ্টির আলোর পানে
কুমারিকা
কন্যাকে সর্বশক্তি দাও।।
সৃষ্টি সবুজ
শষ্য শামলা
সবুজকে বাঁচতে দাও।।