দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
স্বপ্ন
গরিবরাও স্বপ্ন দেখে
কাঁটার পথে আঁধার রাতে,
গহন পথে ব্যথার সাথে
রাগিণী শোনে তারা,
নীরব বেশে
হিয়ার রেশে
ধ্রুবতারার ছায়ায়।
ইস্পাতের কঠিন প্রত্যয় নিয়ে
আকাশ খোঁজে ব্যাকুল হয়ে,
সইতে আঘাত জীবন ঝঙ্কারে
গর্জে বারিধারা,
তবু সে নির্ভয়
বিরহে নয়।
দেখতে চায় তারা হাসির সকাল
ছিন্ন করে শিকল রাত
দুঃখ ব্যথার রক্ত শতদলে
খোলা হাওয়ার তোলা পালে
এগিয়ে যাবেই চলে
রৌদ্র ছায়ার অশ্রুজলে।
ক্ষুদ্র স্বপ্নের স্বর্গ তাহার
শাক-ভাতই খাদ্যের বাহার,
পুণ্য আলোকে তপনে
সৃষ্টিছাড়া লক্ষ্মীহারা মগনে।
দয়া-দাক্ষিণ্য না
জীবন সংগ্রামের অন্বেষণে।
বয়ে চলেছে জীবন যৌবনে
ভাঙছে পাষাণ নব সঙ্কোচনে
জাগছে ওরা সম্পদ আহরণে
জগৎ প্লাবিয়া, শীর্ষস্থানে
বিপ্লব পরিবর্তন
উন্নয়নে সন্ধানে।
অবহেলা কাটিয়ে ঊষার প্রাঙ্গণে
ব্যথার কলঙ্ক সরিয়ে জাগরণে
ঘূর্ণাবর্তের সাগর সন্ধানে
চিন্তাজগতের পরিবর্তনে
জরাজীর্ণতার অবসান
পরিশ্রমের অবদান।
জাগছে ওরা, কাটছে মেঘ
উঠছে রৌদ্র, থাকছে না বেগ।
চলেছে ওরা সম্মুখ পানে
সব বাধাকে বেঁধে তুফানে
আত্মপক্ষ সমর্থনে
জীবনের জয়গানে।
অনেক লড়াই অনেক কাঁটা
পথে পড়েছে অনেক বাধা
তবুও যে তারা স্বপ্ন দেখছে
চড়াই-উতরাই পেরিয়ে গেছে
সামনে শান্তি-স্বস্তি
স্বপ্ন হয়েছে সত্যি।।

Latest article