দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
বিচার
বিচার! কে করবে বিচার?
বিচারের চাদরে ঢাকা অবিচার
আমসত্ত্বে আচারের স্বাদ
কাঠালের আমসত্ত্ব বড় বেস্বাদ
বিচারের বাণী তুমি অহল্যা
তোমার নিশানা কখনো কৌশল্যা
কখনো আবার মন্থরা
কৈকেয়ী অদৃশ্য অধুরা।।
সাধারণের বিচার পাবার জায়গা
দিনে দিনে হচ্ছে একেবারে আলগা
বিচার! মাথা ঠুকে কাঁদো
স্বাধীনতা এখনো আধো!
স্বাধীন দেশের নাগরিক অধিকার
আস্থা- বিশ্বাস সবেই হাহাকার।।
প্রয়োজন ছিলো রক্ত
দেশকে করতে শক্ত
অনেক রক্তে সিঁদুর পরলে মাগো
যাদের রক্তে তাদের বলছো ভাগো?
কোথা যাবে সন্তানকুল?
এরা কি আবর্জনা সঙ্কুল।।
কোথায় থামবে অত্যাচারের আগ্রাসন
কোথায় মিলবে জনতার সুশাসন
কখন ঘুমোবে মিরজাফর
দুর্যোধন, দুঃশাসন যাযাবর।।
কুম্ভকর্ণ কবে ভাঙবে ঘুম?
দিনকাল কেন নিঝুম?
কবে আসবে আইনের নামে বিচার
কবে আসবে প্রহার নয়? আহার!
শূন্য পালঙ্কে শবাতঙ্ক
বিচারহীন বিচার আতঙ্ক
বিশ্বাসযোগ্যতার স্বচ্ছতা কোথায় বারতা?
কেউ নেই আছে কুম্ভকর্ণ কর্তা
ঘুমাও অঘোরে ঘুমাও
বিচার ঘুমাচ্ছন্ন! ঘুমাও তুমি ঘুমাও।।

Latest article