‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
বট স্মৃতি
হারায়নি স্মৃতি
আজও বটবৃক্ষ
হিল্লোলে নেই দল
শতসহস্র পাতা ঝরিয়ে
আজও বুকে কত বল।।
কত ঘটনার
সাক্ষী তিনি
কত গড়েছেন নজীর
কত আনাগোনা
কত জানাশোনা
তবুও সে রাজা উজির।।
শাখায় শাখায়
পাতায় পাতায়
কত নামের ছড়াছড়ি,
এত বড় সংসারি
তবু করেনি সংসার,
তাকে নিয়ে হুড়োহুড়ি।
বৃক্ষ সম্রাট
বৃক্ষকে ঘিরে
কত প্রকৃতির উথাল পাতাল
সবাই দেখে,
কতো গুঁড়ি তার,
সেই তো সেকাল একাল।
চলে যায় কত পুজো পার্বণ
নমস্কারের প্রতিযোগিতা,
বটসুন্দরী নির্বিকার।
পাখিগুলো শুধু করে কলরব
শাখা প্রশাখায় দোলে
ভালোবেসে বৃক্ষ উজাড়।।
কত জল আসে
কত শত যায়
চলে যায় কতো জীবন,
বটবৃক্ষ কিন্তু
একা পাহারাদার
রক্ষা করে ভুবন।
জন্মটা তার জানা নেই
তাই জন্মদিনটা লেখা নেই,
তবে গুঁড়িগুলো সহস্রধারা
বনবিভাগ গবেষণা করে
জানায় আনাগোনা
বটবৃক্ষ তো বিশ্বসেরা।
অনেক দিন বয়ে গেছে তার
আরও যুগ যুগ থাকবে
বটছায়ায় শান্তি দেবে।
ক্লান্তিতে কখনো নুইয়ে পড়ে
ডালপালা কাটলে ব্যথা বোধ করে,
তবুও সে জেগে থাকবে।।
সহস্র বছর ধ’রে
বটবৃক্ষ আছে স্মৃতি ধরে
কত ঘটনার সাক্ষী হয়ে
নদীর সৃষ্টি করে।
তবুও সে থামে না, থামতেও চায় না,
থাকবে নবীন যুগের তরে।।