‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বেলুড়ে বিজেপির ৫০০ জন যোগ দিলেন তৃণমূলে
আগামী শতাব্দীতে
আগামী শতাব্দীতে
থাকবো না কেউ আমরা
এই ধরিত্রীতে।
হয়তো বা থাকবো কোনো সাগরের মোহনায়,
বালির কণার সাথে মিশে।
অথবা কোনো মেঘ সমুদ্রের জলকণার ডগায়।
হয়তো বা ভাসবো কোনো কলাগাছের ভেলায়
অথবা কোনো প্রদীপের সলতে হয়ে
সরায় থাকবো মাথা উঁচিয়ে।
বা, কখনো হতেই পারে
দুলবো দোয়েল হয়ে কোয়েলের আশ্রয়ে।
হতে পারে, আবার চড়াই হয়ে
আমার ঘরের আঙিনায়
কিচির মিচির করে
গান গেয়ে মনে করবো
গত জীবনের জীবন গাথায়।
অথবা, জায়গা নেবো পায়রার কার্নিশে।
বকবকম করে গান গাইবো,
নয়তো আবার ধূলিকণার পায়ে পায়ে
ঘুরে বেড়াতে পারি সারা পৃথিবীর
এ প্রান্ত থেকে ও প্রান্ত!
যেদিন হয়তো আগামী-পৃথিবীর
কেউ আমাদের নাও চিনতে পারে।
দুঃখ নেই তাতে।
জন্ম নেবে নতুন শিশু
ফুটবে অনেক নতুন ফুল ও কলি
ঘটবে আরও কত শত ঘটনা।
তবু মনে হবে, এইতো সেদিনের কথা
শতাব্দী আসবে, চলে যাবে
জীবন আসবে, জীবন চলে যাবে
কিন্তু পৃথিবী এগিয়ে যাবে।
থামবে না-চলা থামবে না।
এসো আবার নব নব রূপে
নতুন পৃথিবী
নতুন শতাব্দী
নতুন জীবন।
থামার নাম নয়কো জীবন
এগিয়ে যাবার নামই জীবন।
এটাই পৃথিবী।
এটাই শতাব্দী।