‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ভূপতি
হঠাৎ ভূপতি
জ্বালবে বাতি
কোথায় কখন কাদের ঘরে
গরিব নিধন
বুলডোজ বর্ষন
সাধারণের জমি নেবে কেড়ে।।
শিল্প গল্প
অল্প স্বল্প
যতো ইচ্ছে জমি নিচ্ছে তেড়ে
কারা সাথী
সফেদ হাতি
হঠাৎ গজিয়েছে শিং প্রমোটারের
শস্য নিধন
সবুজ বন
অট্টালিকা বানাবে চাঁদের তরে।।
কংক্রিট জঙ্গল
প্রাসাদ বহুল
গরিব-দুঃখিরা রাস্তায় মরে
হঠাৎ ভূস্বামী
রাতারাতি জমি
সোনামাটি দিচ্ছে জলের দরে
ক্ষমতার দম্ভ
ঔদ্ধত্যের কুম্ভ
প্রতিবাদ করলেই সর্বস্বান্ত করে।।
কোথায় ইতি
এহেন গতি
কবে পড়বে ঔদ্ধত্য অহমিকা ঝরে?
উঠে দাঁড়াও
নিজেকে জাগাও
জাগতে হবে যে বাঁচার তরে
সবল হয়ে
নির্ভয়ে ধেয়ে
বাঁচাও মানুষ নিজে বাঁচার জোরে
মাটি দিও না
মান দিও না
দেখবে জিতবে, জয় হবেই জাগরে।।