দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মাটি
মাটি জোর করে দখল করলেই
মাটি কি কখনও পর হয়?
না মাটি থেকে ধাক্কা দিলে
মাটি দূরে রয়?
জোর করে জমি কেড়ে নিলেই
জমি কি অন্যের হয়?
না জমি বেড়া দিয়ে দিলেই
জমি শঠদের দখলে যায়?
মাটিতে যাদের নেইকো সম্পর্ক
মাটিতে যাদের মাটি হারায়
তারা করছে মাটিকে দখল
জানে না মাটি বিদ্রোহ জানায়।
মাটির মানুষ মাটিতে সোনা
অন্যদের স্থান মাটির ফণায়
মাটির রূপে পৃথিবী দশভুজা
অবজ্ঞা করলে আগুন জ্বালায়।।
মাটির কণায় মাতৃভূমির দান
বজ্রের আলোতে হয় না মাটির ক্ষয়
শ্যামলা-বিপুলা এ মাটির কণা
যুগে যুগে মাটি অটুট রয়।।
সে মাটিতে যদি জন্মে মাটি হারা চারা
তবে মাটি রুদ্র মেঘমন্দ্র সুরে কাঁপায়।।
আহত মাটি তৃষ্ণার্ত তৃষ্ণা
উলঙ্গ বালককে ভাবিয়ে যায়।।
মাটিকে যদি অপমান কর
মাটি জবাব দেবার অপেক্ষায় রয়
মাটিকে যারা পাষাণ ভাবে
মাটি তাদের জন্য মৃত্যুভয়।।
ভাবছো মাটি মুদ্রিত নয়নে অলস
জোর করে দখলে জয়
তাদের বলে মাটি, সে জন্মমৃত্যু
কখনও ক্ষমা করে না, সে নির্ভয়।।
যুগে যুগে এই মাটির মাহাত্ম্যেই
গড়ে উঠেছে মানুষ ধরায়
সেই মাটি যদি দূরে চলে যায়
তবে মাটি ধ্বংস, করবে অন্যায়।।
মাটির পৃথিবী মানুষের জন্য
মা-মাটি মানুষ মাটিতে মানায়
যারা মাটিকে বধির ভাবেন
অপেক্ষা করুন, উত্তর মাটির জয়।।

Latest article