‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রাজনৈতিক চক্রান্তের ছক
মাটি
মাটি-ই আমার মনের ফসল
মাটি-ই আমার ভোর
মাটি-ই মোদের মাতৃভূমি
মাটি-ই মোদের জোর।
মাটি-ই আমার দক্ষিণ হাওয়া
মাটিতে সবুজ বন
মাটির মাঝেই জন্মভিটে
মাটি-ই সবার আপন।
মাটির মাঝেই বেদ-বেদান্ত
বাজে আজানের ধ্বনি
মাটির সাথেই কোরান-পুরাণ
সংহতির মিলন বাণী।
মাটির সাথেই সর্ষে দুপুর
মাটি-ই হাসির বিকাল
মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ
সব দুঃখকে করে আড়াল।
মাটিকে ঘিরে জীবন স্বপ্ন
মাটিতে অহল্যা মা
মাটিকে ঘিরেই মাতঙ্গিনী
গর্জে ওঠে আম্মা।
মাটিতে বসেই গাঁথি মালা
মাটিতে ফলে ধান
মাটির মাঝেই লড়াই চলে
চলে বেঁচে থাকার সম্মান।
মাটির মাঝেই দুঃসহ দহন
মাটির মাঝেই বৃষ্টি
মাটির সাথেই উদাস বাউল
একতারাতে হয় সৃষ্টি।
মাটির থেকেও খাঁটি মাটি
জন্ম মৃত্যু অবধি
মাটির মাঝেই স্বর্গসুখ
মাটিই শান্তির সমাধি।
মাটির ধরণীর ছায়াঞ্চলে
কেটে যায় অভিমান
এ মাটি সোনার চেয়েও খাঁটি
সবারে করেছে মহান।
এ মাটি আমার গঙ্গা যমুনা
এ মাটি আমার তিস্তা
এ মাটি মোদের গ্রীষ্ম-বর্ষা
এ মাটি অধিকার-আস্থা।
এ মাটি আমাদের জীবন-মরণ
এ মাটি ভবিষ্যৎ,
এ মাটি সবার, নবীন-প্রবীণ
শৈশবের সহমত।
এ মাটি মোদের লক্ষ্মীর পাঁচালি
এ মাটি সরস্বতী
এ মাটি সবার, তোমার-আমার
এ মার্টিই ভবিষ্যতের গতি।।