‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নারকেল দিবস
ধান্যে
ধন্য ধান্যে সিঙ্গুর ভরা
সেই জমিতে আনতে খরা
কৃষকদের করতে ভিটেমাটি ছাড়া
শাসক ধরেছে শোষকের খাঁড়া।।
ধানের আগায় চোখের জল
আলুর মাঠে খুড়োর কল
কাস্তে ফেলছে চোখের জল
সবুজ মাড়াচ্ছে পশুর দল।।
শীতের প্রভাতে রৌদ্র কাঁদে
সবুজ শস্যে হানাদার বধে
প্রেত-পেতনী টাকার ফাঁদে
সিঙ্গুর জননী অঝোরে কাঁদে।।
সিঙ্গুরের মাটির অঙ্গে অঙ্গে
মা-মানুষের সঙ্গে সঙ্গে
আওয়াজ উঠেছে সারা বঙ্গে
ধরণী উতলা, প্রতিবাদের সঙ্গে।।
জান দেবে জমি দেবে না চাষি
চাষি কেন আজকে বাসি
লাঙলের হলো সর্দি কাশি
সিঙ্গুরের মানুষ কেন অনাবাসী?
নিজের মাটিতে ওরা ভিনদেশি
অর্থ-আকাশ সিঙ্গুরে বানভাসি
ভাতের কারখানায় ভাত বাসি
তবে কি সিঙ্গুর অর্থ বানভাসি।।
কেন সিঙ্গুরে পাহারাদার?
কোন জগতের ওরা জমিদার?
কেন নেই মানুষের বাঁচার অধিকার
বলবেন কি শোষক, কত দরকার?
সকাল-দুপুর-রাত্রি গড়িয়ে
বন্ধুকের নল চলছে উড়িয়ে
প্রতিবাদকে দিচ্ছে গুঁড়িয়ে
ধানগুঁড়োকে যাচ্ছে মাড়িয়ে।।
কেন কাঁদবে সিঙ্গুর মা?
কোন অধিকারে কাড়বে মুখের গ্রাস?
মহারাজ সাধু! বারে বা
যা-যা-শাসক উড়ে যা।।
ধনধান্যে পুষ্পে ভরা
সিঙ্গুর বাঁচবে হারবে খরা
পল্লীবধূর কোলে শস্য জোড়া
সিঙ্গুর বাঁচবে, হাসবে মায়েরা।।