দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
অনশন
আজ অনশনের চতুর্দশ দিন
হইনি তবু আমরা ক্ষীণ।
ভাবছি কোথায় কৈকেয়ী-মন্থরা
কুটিল চক্রান্তের চক্রীরা।।
আজও চলছে একই ট্র্যাডিশন
তবে বিশ্বায়নের নতুন ফ্যাশন।।
ক্ষমতার চেয়ারগুলিতে ঘুণ ধরেছে
আপাদমস্তক কলঙ্কে কলুষিত হয়েছে।।
গণতন্ত্র চলছে অথচ মানুষ ব্রাত্য
অপরাধ না করেও কৃষক সর্বস্বান্ত।।
শ্রমিকরা ধুঁকছে ক্ষুধার জ্বালায়
অনাহারে মানুষ মরছে বাংলায়।।
কৈফিয়ত কেউ দেবে না কারণ
প্রচারের ঝলসানো রুটি এখন বিশ্বায়ন।।
সাধারণের সব লুটে দিয়ে দাও
পরিবর্তে ‘বিগবস্’দের পুরস্কার নাও।।
জনগণের অর্থে, Taxfree জমি
দালালেরা এখন জনগণ থেকেও দামি।।
সরকারি অর্থে সত্যের প্রচারে মিথ্যা
জনগণের জন্য শুধু মিথ্যা ভাঁওতা॥
আজ সত্য হচ্ছে শুধু পুঁজিবাদ
ওরা একা খাবে আর সবাই বাদ।।
পুরনো ক্যাকটাসগুলো সরিয়ে নাও
হাইব্রিড ক্যাকটাস ফুলদানিতে রেখে দাও।।
গ্যাট এখন গ্যাটে গ্যাটে ভোকাট্টা
আঁচল গেছে উড়ে, নেইকো দোপাট্টা।।
ঘুমোচ্ছে কুম্ভকর্ণ শকুনের ভাগাড়ে
শকুনি মামা এখন শকুনের তরে।
আজ মাত্র চোদ্দটা দিন
কেউ কেউ ভাবছে আমরা দীন?
হতে পারি ক্ষীণ তবু নহি মোরা হীন
হতে চাই মানুষের স্বার্থে মোরা স্বাধীন।।
রাজকর্তারা ভাবছেন ভাঙবে আন্দোলন
ও গুড়ে বালি শোনো “অকাল বোধন”।।
জীবন যাদের নেই কোনও আত্মত্যাগ
আদর্শের নামে চলেছে কালনেমি ভাগ।।
কালকেউটেরা সমাজের বড় ছোবল
বিষাক্ত দাঁতটা ভাঙলেই বদলাবে আদল॥
চোদ্দোটা দিন ইতিহাসে কম নয়
মানুষের ইতিহাস তো মুক্তির বরাভয়।।

Latest article