দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

গর্জন
গর্জে ওঠো
তুর্জে ওঠো
ছাত্র-যৌবন,
প্রতিহিংসা নয়,
প্রতিরোধ হোক,
গড়ে তোলো
আন্দোলনের প্লাবন।
এরা কারা!
যাদের হাতে দেশ খণ্ডিত,
বিচ্ছিন্ন গণতন্ত্রের সংবিধান।
একতরফা চলছে
একনায়কতন্ত্র!
ভয়ে স্তব্ধ পথ দিশারিরা।
কয়েকটা উন্মত্ত ডান্ডা,
কয়েকটা ঘৃণ্য ব্রেনব্যাঙ্ক
শাসন করছে সবারে।
নিয়ম/কানুন ধার না ধেরে
সংখ্যাগরিষ্ঠতার
আর এজেন্সির বাহাদুরিতে
পদানত পদদলিত জনগণ
পড়ে আছে শিখর সমরে।
কতগুলো ধর্মের লাশ!
অর্থের প্রাচুর্যে
ফোর্স ও সোর্স-এর মাধুর্যে
চমকানোর চাতুর্যে
সব কিনে নিয়ে
চলছে আজগুবি সরকার!
যেন অজগর আসছে
ফণা নেড়ে,
সাংবিধানিক পদ,
শাসক বলে পদদলিত!
সবাই সেলাম ঠুকছে
আর সংবিধান হয়ে যাচ্ছে।
একটা রাজনৈতিক দল!
সাংবিধানিক মুখপত্র
রেশযুক্ত, বেশযুক্ত
গৈরিকীকরণে
একেবারে শেষের শেষ।
প্রতিবাদ হবে না?
প্রতিরোধ হবে না?
গর্জন উঠবে না?
গুঞ্জন হবে না?
আন্দোলন হবে না?
গর্জে উঠুন
তুর্য তোরণ
জোট বাঁধো,
তৈরি হও।
ভাঙো ধৈর্যের বাঁধ
ভেঙে দাও।

Latest article