‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মুখে যখন পক্ষাঘাত
সন্ত্রাস
সন্ত্রাস! তুমি বড় কাপুরুষ
বড্ড তুমি কুৎসিত
অজানা এক ধূমকেতু
ভেঙে ফেললো মানব সম্বিত।।
সারা বিশ্ব মাঝে
বিষাক্ত ডঙ্কা বাজে
তুমি এক বিষাক্ত সাপ
নেইকো তোমার কোনও মাফ।।
সারা পৃথিবী যখন কাঁদে
গগনে তুমি গগন ফাঁদে
সারা বিশ্ব সবার ঘর
কেন তুমি করলে পর।।
ঘোর অমানিশার দ্বন্দ্বে
অন্ধ হলো স্বর্ণালী সন্ধে,
হা-হুতাশ আর আর্তনাদে
জলন্ত জীবন সৎকারে কাঁদে।।
আকাশ কেন হলে উদাসী
সলিল জীবন্ত সমাধি ভাসি,
অবিশ্বাস্য সন্ত্রাসে সন্ত্রস্ত
দিনের আলো উদ্ভ্রান্ত।।
যুদ্ধ সাজাচ্ছে যুদ্ধ
ছায়াযুদ্ধে বিশ্ব বাক্রুদ্ধ
কেন করলে এ উপহাস
মঙ্গল গ্রহে কালা ইতিহাস।।
ভেবেছিলাম ঘর বাঁধবো
সারা বিশ্ব জুড়ে
সন্ত্রাস করলো উপবাস
নিরাশ হৃদয় ঘিরে।।
তুমি বিভীষিকা, মৃত্যু সংহার
তোমায় জানাই ধিক্-ধিক্কার
ধূলিধুম্র বধিরতার
তুমি বিষকন্যার অহঙ্কার।।
আতঙ্কবাদের আতনাতঙ্কে
অঙ্ক মেলে না কোন অঙ্কে
গোধূলি লগনের লগ্নভ্রষ্টা
দুর্গন্ধ রোদনে তব প্রচেষ্টা।।
হৃদয় আমার হয়েছে দগ্ধ
মানবিক প্রাণ হয়েছে জব্দ।
তুমি দানবিক, দানব খেলা
উধাও হোক সন্ত্রাস, সন্ত্রাস ভেলা।।
পূর্ণিমা দেখে পূর্ণিমা চাঁদ
অমানিশা হয় অমাবস্যা
সকালের সাথে সকলের স্বাদ
বারোমাস হয় বারোমাস্যা।।