‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
স্মৃতি
স্মৃতি; ছোট্ট একটা শব্দ
সবার মনে উঁকি দেয়
মাঝে মাঝে মনে করিয়ে দেয়।
ভুলো না আমায় ভুলো না
শুধু বাক্সে বন্দি রেখো না
আমাকে সাথে নাও।
আমি ছিলাম, আমি থাকবো,
তোমাদের মনের স্রোতে ভাসবো
পুরনো ক্ষণকে বারে বারে ফিরিয়ে আমি আনবো।
আমায় নিয়ে একটু ভাবো
কোথায় ছিলাম কোথায় যাবো
স্মৃতির আড়ালে উত্তর দেবো।
আমিও বড় দুঃখ পাই
যখন দেখি হচ্ছে না ঠাঁই
পাগলের মতো দৌড়ে বেড়াই।
জানি সমস্ত ব্যস্ততার অন্তরালে
আমাকে তোমরা রেখেছো আড়ালে
আমি কিন্তু ছাড়বো না, তোমাদের ছেড়ে যাচ্ছি না।
আমি মানে কি শুধুই বেদনা?
আমার নিজের নেই কোনো যন্ত্রণা?
আমাকে এভাবে দুঃখ দিও না
আমি তো স্মৃতি হয়েই গেছি
তাই স্মৃতি হয়েই বাঁচতে চাই
তাই যখন তোমরা সময় পাবে
আমাকে স্মরণ কোরো ভাই।
তাই স্মরণ করে শরণ নাও
আগামী দিনে কী করতে চাও
স্মৃতি শুধু নয়, অভিজ্ঞতা কাজে লাগাও।
চলার পথে বিপদে আছে
বিপদে যদি ভয় না পাও
এসো আমার কাছে দাঁড়াও।
আমি শুধু বেদনা নই
আমি তোমাদের সান্ত্বনাও
মাঝে মাঝে তোমাদের হৃদয়ে আমাকে আশ্রয় দাও।