দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
অভিষেক
শিশিরের দূর্বাদলে পুবের রানি
লালরঙের সূর্যের নিশানে
সূর্যাস্তে আঁকা।।
উঁকি মেরেছে অনেক দিন
হাতুড়ির শক্ত ভিসানে
কাস্তের চাকা।।
কথা ছিলো সবুজ পারের
শস্য ঘেরা গ্রামে
বর্ষা যেন নামে।।
সহসা আদিম রক্ত স্রোতে
রক্তস্নাত হলো মাথা
বর্ষা গেলো থেমে।।
নিরালা মাঠের অবগুণ্ঠন
উড়ে গেলো কড়া রৌদ্রে
পড়লো দীর্ঘশ্বাস।।
কণ্ঠরোধে কোকিলা কণ্ঠ
কুহু কুহু আর ডাকে না
দাঁড়কাকের কাঁ উদাস।।
বেদনাতে রোদন, কণ্ঠে আকুলি
জ্বলে না পুজোর বাতি
দেয় না কেউ অঞ্জলি।।
বেদনাতে ভর্ৎসনা
আস্থাতে ধাক্কা
আজানে দুঃখ ভুলি।।
সূর্যাস্তের আভা এখনও লাল
কিন্তু বক্তৃতার রঙ ঝাল
নেই লাল টুকটুকে দিন।।
কাস্তের কথা বলে গেলে
গলা ধরে বাবুদের
কাস্তে এখন বিলীন।।
যারা বলতো গর্ব করে
ভোট দিন বাঁচতে
কৃষকের ধন কাস্তে।।
আজকে হঠাৎ উল্টে গেছে
কাস্তেটা এখন নকল
কৃষকদের হবে মরতে।।
শ্রমিকরা এখন সমাজের শত্রু
খেটে খাওয়া মানুষ
এখন হয়েছে অধম।।
শ্রমিক কৃষক আজকে হয়েছেন
পুঁজিবাদের বড় বোঝা
পুঁজিবাদ এখন উত্তম।।

Latest article