‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রাত্তিরের সাথী : কাল পর্যালোচনা বৈঠক
প্রকৃতি-বৈচিত্র্য
মেঘরৌদ্রের বর্ষাদুপুর
কখনও বা লাবণ্যে ফুরফুর
কখনও বা আঁধার বিধুর
যেন গোধূলিলগ্নের সূর্য সিঁদুর।
গাছের পাতার এলোমেলো
অগোছালো সৌন্দর্যের নিশানা
তার মধ্যেই মেঘ সমুদ্রের
গাছের ফাঁকে আস্তানা।
কবে যে গাছগুলোর জন্মদিন
তা তো গাছমাতাও জানে না
নেইকো কোনও জন্ম তারিখ
অথবা জন্মের সার্টিফিকেট-এর সীমানা
তৈরি নেইকো ঠিকুজি-কুষ্ঠি
অথবা জন্মদিন পালনে কেক চকলেট মিষ্টি।
কখনও ঝড়ে উড়ে যায়
কখনও বা ডাল ভেঙে পড়ে
বেশি ঝড়ে হয়তো গুঁড়িটা থাকে
সব গাছ পাতা চলে যায় উড়ে
কখনও বা কেউ কিছু ডাল কেটে নেয়
কখনও বা সম্পূর্ণ গাছটাই কেটে বিক্রি করে দেয়।
আবার গাছ জন্মায় নতুন করে
ডাল পাতা ভরে যায় নতুন ভোরে
গুঁড়ি থেকে জন্মায় নতুন ভাবে
একটু একটু করে নবজীবন শুরু হয়
ভুলে যায় তার জন্মদিন কবে?
যুগ যুগ ধরে কত শত গাছ
দাঁড়িয়ে রয়েছে সাক্ষী আজ
রয়েছে নদী, ঝরনা, বাতাস
তার সাথে আছে পাহাড়, আকাশ
তাদের একটা আছে পরিচয়।
কোনটা কী? তাদের নামের জয়।
তাদের পরিচয় তো তারাই,
তাদের ঠিকানা প্রকৃতির আঁচল
তাদের পরিবার সারা পৃথিবী।
কিন্তু তাদের জীবন পঞ্জিকা?
সবটাই প্রকৃতি, ভবিষ্যৎ আঁকা।
তাদের দুঃখ, তাদের সুখ
প্রকৃতি মোদের মায়ের মুখ।