‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি বাংলায়
জীবন যুদ্ধ
অশ্রুদিঘির দুপারেতে
দুটো মুক্তো বিন্দু
কোনওটা ঝরে বড় আনন্দে
কোনওটা আবার দুঃখে।
জীবনের ঝড় বড় দুর্যোগ
থাকে নাকো সীমারেখা,
এপার-ওপার তলিয়ে যায়
নেইকো ডিঙির দেখা।
কাঁপে পৃথিবী, কাঁপে জল,
শিহরিত হয় তুফান
বৃক্ষ-শতদল সব লুটিয়ে পড়ে
ঝরে যায় কত তাজা প্রাণ,
অশ্রুদিঘির জল বেড়ে যায়
অঝোরে ঝরে বারিধারা।
মাঝি পরিবার পথ হারিয়ে ফেলে,
নৌকাডুবিতে ঝড় জীবন সন্ধ্যায়,
সূর্য সকালে সূর্য আভায়
ভেসে ওঠে কিছু দেহ।
কাল যে ছিল
আজ আর নেই,
বাঁধ বাঁধে না অশ্রুবিন্দু
কতশত মাছ ঝড়ের কবলে
দিঘি পারে নেয় জায়গা,
কেউ বা কাঁদে
আবার কেউ বা হাসে
মাছ কুড়ানির বাহবা।
এই তো জীবন
এই তো যুদ্ধ
বেঁচে থাকার ঝড়,
কেউ বা হাসে
কেউ বা কাঁদে
জীবন অস্থায়ী আলগা ঘর।
এই তো ছিল
এই তো নেই
সেটাই বড় সত্য,
সব তথ্যই হার মেনে যায়।
যখন বন্ধ হয়ে যায় হৃদযন্ত্র।
কে-ই বা শত্রু?
কে-ই বা মিত্র?
জীবন থাকতে বোঝা যায়।
জীবন যুদ্ধে হার মেনে গেলে
কে ধারে কার ধার?
যে চলে যায়,
আর আসে না, তাকায় না আর ফিরে।
এটাই পৃথিবী, এটাই জীবন
জীবন ঝরে অঝোরে।