‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ভ্রমণের উদযাপনে
পরিচয়
তোমার পদবি কী?
তোমার পিতৃপরিচয়?
তোমার ভাষা কী?
তোমার ধর্ম কী?
তুমি কী খাও?
জানো না?
তবে যাও,
এ পৃথিবীতে তোমার জায়গা নেই।
তুমি কে?
কী তোমার পরিচয়?
কোথায় থাকো?
কোথায় শিক্ষা?
জানাও।
না হলে তুমি দেশদ্রোহী।।
তুমি কে?
কাকে সমর্থন করো?
তোমার পাঁচ পুরুষের নাম নথিভুক্ত আছে কি?
তোমার পোশাক-পরিচ্ছদ কী?
তোমার কি গোবর-ধন অ্যাকাউন্ট আছে?
নেই?
তবে তুমি অনুপ্রবেশকারী।।
তুমি কি ‘মন কি বাত’ শোনো?
তুমি কি শাসকের বিরুদ্ধে লেখো?
তোমার কি ফোনে ‘আধার’ আছে?
তুমি কি ‘পেটিএম’-এর মেম্বার?
সব নথিভুক্ত আছে কি?
তুমি কি শোষকের বিরোধী?
তোমার তবে স্থান নেই,
তুমি উগ্রপন্থী।
তুমি কী কী খাও?
কোথায় কোথায় যাও?
তুমি কি অন্য ধর্মের লোক?
তুমি কি দলিত?
তুমি কি খ্রিস্টান?
তুমি কি সংখ্যালঘু?
তুমি কি রাবণের সমর্থক নয়?
তবে তুমি বৈরাগ্য নাও।
তুমি কি শাসকের ক্ষমতা জানো?
তুমি কি শোষকদের Agency চেনো?
তুমি কি একজন প্রতিবাদী?
তুমি কি শাসক বিরোধী?
তবে তুমি দেশ বিরোধী,
তোমার জায়গা নেই।