‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মতবিরোধ, কাজে ফিরছেন এনআরএসের জুনিয়ররা, কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
ডুয়ার্সের গাছপালা
বনবিতানে বন গাছপালায়
গাছপালা আর পাখি
মনে হয় যেন বারবার আসি
তাদের মাঝে, তাদের চিনি, দেখি।
শাল-সেগুন-লসুনি
আর দাদবে-ওদাল সব গাছ,
তার পাশে ছোটপুকুরে সব
সাঁতার কাটে মাছ।
মুচকুন্দ (হাতি পাইলে) জাম-কদম
হরিতকি আর বয়রা
আমলকি ও শিরিষ
জারুল-সিধা-পাকসাজ
আকাশতরু ও মহড়া।
চিকরাশি-চিলধনি-শিমুল-ময়না
মাদার-কাইনজল-কদম
হলুদ-গামারি-মালগিরি
আঙ্গারে মেহগিনি বহু রকম।
লাটোর-বন কাঁঠাল-যজ্ঞ ডুমুর
নাগকেশর-জাম-গোকুল
গিনারি-শ্যাওড়া-গান্টে
কাঞ্চন-চোতর কুল।
উলটকম্বর-মালতী-সিঁদুর
চিহোরলতা-কাঞ্চনলতা
জংলিপান-পানিলহড়া
সাথে আসাম লতা।
বাসক-বনতুলসি-ময়নাকাঁটা
হাঁটুভাঙা-ভাট-লজ্জাবতী
বনগাছ-শতমূল
সর্পগন্ধা-সব বনবীথি
ঈশ্বরমূল আর পিপলি সহ
অজস্র বনবাংলার বৃক্ষমাতা
দাঁড়িয়ে আছে উন্নত শিরে
বৃক্ষরাজদের এটাই গৌরব গাঁথা।