দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-মতবিরোধ, কাজে ফিরছেন এনআরএসের জুনিয়ররা, কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

ডুয়ার্সের গাছপালা
বনবিতানে বন গাছপালায়
গাছপালা আর পাখি
মনে হয় যেন বারবার আসি
তাদের মাঝে, তাদের চিনি, দেখি।
শাল-সেগুন-লসুনি
আর দাদবে-ওদাল সব গাছ,
তার পাশে ছোটপুকুরে সব
সাঁতার কাটে মাছ।
মুচকুন্দ (হাতি পাইলে) জাম-কদম
হরিতকি আর বয়রা
আমলকি ও শিরিষ
জারুল-সিধা-পাকসাজ
আকাশতরু ও মহড়া।
চিকরাশি-চিলধনি-শিমুল-ময়না
মাদার-কাইনজল-কদম
হলুদ-গামারি-মালগিরি
আঙ্গারে মেহগিনি বহু রকম।
লাটোর-বন কাঁঠাল-যজ্ঞ ডুমুর
নাগকেশর-জাম-গোকুল
গিনারি-শ্যাওড়া-গান্টে
কাঞ্চন-চোতর কুল।
উলটকম্বর-মালতী-সিঁদুর
চিহোরলতা-কাঞ্চনলতা
জংলিপান-পানিলহড়া
সাথে আসাম লতা।
বাসক-বনতুলসি-ময়নাকাঁটা
হাঁটুভাঙা-ভাট-লজ্জাবতী
বনগাছ-শতমূল
সর্পগন্ধা-সব বনবীথি
ঈশ্বরমূল আর পিপলি সহ
অজস্র বনবাংলার বৃক্ষমাতা
দাঁড়িয়ে আছে উন্নত শিরে
বৃক্ষরাজদের এটাই গৌরব গাঁথা।

Latest article