দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

উপলব্ধি

সমুদ্রের সাথে কথা বলছি।
সত্যিই বলছি
এটাই আমার উপলব্ধি।
সমুদ্রের জোরালো গর্জন
যেন আমাকে জোরে জোরে ডাকছে
আর জানাচ্ছে তার ক্ষোভ,
এতদিন লাগলো?
আমার কাছে আসতে?
আমাকে দেখতে?
কেন? কেন?
আমি কি এতটাই দূরে?
আমি বললাম,
না, না
অন্যায় হয়েছে।
ক্ষমা করো মা!
আসব আবার আসব
তোমাকে দেখা করেই যাব
আর না আসলে, ডেকে পাঠিও মাগো
আমি একটু ফাঁকিবাজও আছি মা!
তোমাকে দেখে বুঝতে পারছি
কেন তুমি প্রকৃতির আঁচল?
তুমি কখনো শান্ত, কখনো অশান্ত,
কখনো আবার ভয়ঙ্কর হয়ে যাও।
কিন্তু সমুদ্র মা, একটা কথা বলি,
তুমি তো সবার ভালো চাও!
তবে কেন এ পৃথিবীর
যারা স্বার্থপর স্বার্থান্বেষী
যাদের কাজ শুধু কুৎসা

অপপ্রচার!
চক্রান্তের যারা মাকড়সার
জাল বোনে
তাদের সুতোটা কেটে দাও
না মা?
ছেঁটে দাও ওদের ঔদ্ধত্য

কেঁচেগণ্ডূষ করো ওদের
অর্থের কুম্ভীরাশ্রু।
সমুদ্রমাতা, জাগাও গর্জন
জাগো তটিনী তর্জন।
বরখাস্ত করো, করে দাও
অহমিকার কুহেলিকাকে।
পবিত্র করো জননী
পবিত্র করো ধরণী।
পবিত্র করো আমাদের সবারে।
মাটিকে।।

Latest article