‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সংঘ-প্রধানকে পাল্টা তৃণমূলের
পাপের বাটখারা
মরুভূমির মরূদ্যানে দাঁড়িয়ে
এ সমাজের তথাকথিত কিছু সমাজদানব
অশান্ত গর্জনের
অনন্ত ক্রন্দন করেন।
সাথে থাকে তাদের ছেঁড়া ঢোল আর ভাঙা কাঁসি।
তাদের রসনা এটাই
এই খাড়া গর্দান।
সত্য? দৈত্যমুক্ত হবে না এ পৃথিবী?
পাপের বাটখারা দিয়ে
মাপে অন্যের পাপ
বইছে আবার চৈতি হাওয়া ছিন্ন পাতার সুর
সৃষ্টিছাড়া নিশ্বাস
হা-হুতাশ-উদাস।
নিন্দাবাজের ঢক্কানিনাদ নিন্দাতালে মগ্ন
ভাবছে তারাই শেষ কথা
তারা শকুনের ভাগাড়গাথা-তালে ভগ্ন।
রিক্ত শাখায় দক্ষিণী বাতাস শুরু হয়েছে
মানুষের ক্ষুধার আহার
সমাজ দানবের মৃত্যুবাণ।
ভরবে ট্রেড মার্ক-এর কালো ব্র্যান্ড মাস্টার।
গাধার পিঠে গরু
পোষ্য দানব ডিংলা
মরুভূমির মরূদ্যানে বালির চর
মরুতীর্থ হিংলাজ নয়
মরূদ্যানে এখন হ্যাংলা!
থামো সমাজ দানব! মরুভূমিতে ঝড় উঠেছে
হারিয়ে যাবে!
ফুরিয়ে যাবে!
কী দিয়ে মেটাবে ক্ষুধা? চেঙ্গিস খান?