‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-
প্রকৃতির ভাণ্ডার
শালপিয়ালের জঙ্গলে ভরা
আমার সাধের জঙ্গল
কেন্দুপাতার গন্ধে-ছন্দে
জঙ্গলের হোক মঙ্গল।
অলচিকির বর্ণপরিচয়ে
সার্থক হোক জিৎকার
সবুজ গাছের বর্ণময় পাতা
অরণ্যের সেরা উপহার।
বন-অরণ্য-জঙ্গল-পাহাড়
নদী সমুদ্রের ভাণ্ডার
প্রকৃতি মায়ের বনবিতানে
জীবন জীবনেই চমৎকার।
মেঘলা মেঘ আর ভেঙো না,
ভয়ঙ্করী মেঘ আর ডেকো না
হও তুমি শান্তির প্রতীক,
মা তুমি আর গর্জিও না।
প্রলয়ে কাউকে ভাসিও না
নদী মাতৃকার উর্বর সৃষ্টি
তৃষ্ণা মেটাও তৃষ্ণার্তদের
দাও ফিরিয়ে স্বস্তি
নদী পুকুর খালবিল
টিয়া ময়না কাক কোকিল
অরণ্যের মাঝে নদী পাহাড়
তিস্তা তোর্সা অপূর্ব সমাহার
গঙ্গা পদ্মা মেঘনা যমুনা
তোমার আমার বাঁচার ঠিকানা
রিয়াস বিয়াস রাইসা চূর্ণি
জলের মাঝে স্রোতস্বিনী ঘূর্ণি,
বন-অরণ্যে নদী প্রান্তর
সবই যেন মোদের ঘর।
হতো যদি আমার জীবন মতো
কুড়োতাম নুড়ি পেরোতাম পথ
সবুজ নদীর শস্য শ্যামলায়
হেঁটে বেড়াতাম সবুজ মেলায়
ঘুম ভাঙত পাখির ডাকে
সূর্যোদয় হতো ঘরের ফাঁকে
দেখতাম মেঘের শান্তির পাহাড়
নিঃশ্বাস বিশ্বাসে জুটত আহার
জঙ্গল আমার জীবনের ভোর
নদী সমুদ্র—রৌদ্র
আকাশ বাতাস জীবন সৌন্দর্য
পাহাড়ে প্রকৃতি আরাধ্য
আকাশই আমার মনের হিমালয়
মাটি আমার কাঞ্চনজঙ্ঘা
সবুজ আমার হৃদয় তাজমহল,
বাংলাই আমার জীবন সংজ্ঞা।