‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-এবছর বিজ্ঞানে নোবেল
বিপ্লব
প্রকৃতির অতিবিপ্লব
প্রকৃতি বর্ণপরিচয়
প্রাকৃতিক ঘোর দুর্যোগ
ভয়াবহ এক বিস্ময়।।
ধান্দার বড় বিপ্লব
ক্ষণিকের ক্ষণে দ্বন্দ্ব,
পিঠে ও পায়েস
বিপ্লবের বড় পছন্দ।।
সূর্যাস্তের রাঙা সূর্য
লাল আভায় মগ্ন,
উষার লগ্নে ভোর
সূর্যোদয়ের মহা লগ্ন।।
মুখ আর মুখোশ
সাজানো গাঁথা মালা,
অভ্যাস গানে কম্পন
সামনে খালি থালা।।
লোকদেখানো জ্ঞানী
কোলাহলের কালো বাঁশরী
হাঁড়ি ভাঙলেই পটাস
কাস্তে ধরবে প্রমোটার থুড়ি!
মাটিতে একতাল কাদা
মাঠে ভর্তি জল
অকৃত্রিম স্বপ্নে বিভোর হয়ে
খুড়ো মারার কল।।
নেংটি ইঁদুর শিকারি
টিকটিকির টিকটিক্ শব্দ
প্রবল বর্ষণে প্রকৃতি
বিপ্লব একেবারে জব্দ।।
বিপ্লব ছিলো আগুন
এখন বিপ্লব নিদ্রাগমন,
বিপ্লব সিগারেটের ছাই
এখন বিপ্লব বিশ্বায়ন।।
গঙ্গায় ভরা জল
বন্যার জোয়ার আসছে
প্রকৃতির প্লাবনে চিড়ে-গুড়
দুর্গতদের কোলে ভাসছে।।
বিপ্লব এখন গোঙানি
ভেজা গাঙ্গেয় উপত্যকা
আশ্বিন চলে গেলেও
শিউলি রয়েছে একা।।
কাশফুলগুলো কাঁদছে
চলে যাবার সময়,
আবার যদি তাকাতে
প্রকৃতি ফিরে তাকাও।।
বিপ্লব দীর্ঘজীবী হোক
হোক আগামী গান
নূতন করে বিপ্লব
গাও আগামী তান।।