‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-কলকাতা-সহ ১৩ জেলায় বিজয়া সম্মিলনী
যদি
১
যদি থাকতো একটা সাধের বাগান
তবে কলি হয়ে তাতে ফুটতাম।
যদি পেতাম একগোছা-গাছধান
তবে ধানের শিষে জায়গা নিতাম।
যদি থাকতো একটা ছোট্ট পুকুর
তবে মাছের মতো সাঁতার কাটতাম।।
২
যদি থাকতো একটা মাটির চালা
তবে দিন কাটতো একেবারে খোলামেলা।
যদি থাকতো শুধু ফুলের মালা
তবে হৃদয়ে দিতো শুধু দোলা।
যদি থাকতো গাছের সাথে একটা দোলা
তবে চড়াই হয়ে কাটতো সারা বেলা।।
৩
যদি থাকতো পরির মতো ডানা
তবে হতাম ছোট্ট পাখির ছানা।
যদি হতাম গঙ্গার বোন যমুনা
তবে মেঘসমুদ্রে হতাম মেঘনা।
যদি ডাকতো কখনও বা কাঞ্চন কন্যা
তবে খুশিতে হতাম বন্যা।।
8
যদি মাটিতে আসতো আকাশ চাঁদ
তবে তারা হয়ে মেটাতাম স্বাদ।
যদি হতাম অজানা নদীর বাঁধ
তবে বালি হয়ে বানাতাম ছাদ।
যদি হতাম ঘূর্ণি ধূলিতে গোধূলির ফাঁদ
তবে ধুলোতে মেটাতাম জীবন আস্বাদ।।
৫
যদি বা হতাম কালবৈশাখীর ঝড়
তবে বাঁধন থাকতো না মোর।
যদি পেতাম কোনও ভিখারিণীর ঘর
তবে ভাবতাম না কাউকে পর।
যদি নিশীথরাতে থাকতো ঘুমঘোর
তবে হয়ে যেতাম সকালের ভোর।।