‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রবিবারের গল্প: জন্মদিন
তেষ্টা
বড্ড তেষ্টা
পিপাসার্ত আর্ত
অনেক মানুষ
জল চাই ওদের, জল
নেই নেই
জল নেই
সবুজ নেই
প্রকৃতি নেই
নেইকো বাতাস
নেইকো প্রশ্বাস
নেইকো নিঃশ্বাস
ভাবছ তুমি
ভাবনায় মরুভূমি
যেদিকে তাকাই
মনে পড়ে শুধু
তেষ্টা তেষ্টা তেষ্টা
জীবন যাচ্ছে, জীবন দাও!
পিপাসার্ত ধরণী
পিপাসার্ত সরণি
আর্ত বঙ্গ জননী
তৃষ্ণার্ত সভ্যতা
ক্ষুধার্ত মানবিকতা
লজ্জিত আমাদের মাথা
কথায় বড় ব্যথা!
নেই নেই নেই
স্বস্তি নেই
দিশা নেই
ভাষা গেছে হারিয়ে
শূন্যতা হেথায় বৃথায় ভরে
সব বেদনা ছাড়িয়ে
ভাবনার আকাল
সকাল বিকাল
চেতনাতে শুধু ভাদ্র
বেদনার গঙ্গা শুকিয়ে গেল
যমুনা হয়েছে আর্দ্র।
তবুও এসো শান্তির আলো
শুভ্রতা এনো সাজিয়ে
তুচ্ছ ‘নেই’ কে দূরে ঠেলে দাও
নবরূপে দিয়ো জাগিয়ে।