‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রচারের ঢাক বেজেই চলেছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কই?
ফিরে দেখা
একদিন চলে যাব এ পৃথিবী ছেড়ে
দূর থেকে দেখব আমি
ধুলো-মাটি প্রান্তরে।
থাকবে না কোনো ক্লান্তি জড়তা
থাকবে না কাজের চাপ,
নিজের মধ্যে নিজেই থাকব
সকল শৃঙ্খল ভুলে,
কাশফুলের মাঝে হাঁটব আমি
শিউলিকে নিয়ে কোলে।
খুঁজে বেড়াব নদ-নদী-খাল-বিল
চুনোপুঁটির দল
আখের ক্ষেতে আখ দেখব
থাকবে না কোলাহল।
খুঁজে বেড়াব আকাশ-বাতাস
বন-অরণ্য-পাহাড়
খিদে পেলেই খেয়ে নেব
বনের তাজা ফল।
দেখব সেদিন বিশ্বছবি
আর পৃথিবীর ইতিহাস।
নতুন পৃথিবী গড়ার কাজে
চলবে গবেষণার কাজ।
জীবনের অনেক দিন কেটে গেছে
ফুরিয়েছে অনেক দিন-রাত্রি,
ফেলে এসেছি অনেক চিহ্ন,
মনে সব কিছু বাজবে।
কুয়াশা চাদরে ঘুম সাগরে
সবাই যখন নিদ্রামগ্ন,
আমি তখন আসব ফিরে
দেখতে চন্দ্রলগন।
সেদিন তোমরা খুঁজে বেড়াবে
যদি আমায় দেখতে চাও,
এক মুঠো মাটি হাতে তুলে নিও
রেখো না-কো সংশয়।
কেউ যাবে কেউ আসবে
এই পৃথিবীর মেলায়,
তারই মাঝে মনে রেখ
আমি ছিলাম জীবন ভেলায়।