‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-কেন পালিত হয় ভূত চতুর্দশী?
বাংলা
বাংলা আমার মনের মানুষ
বাংলা আমার ভিটা,
বাংলা আমার স্বর্ণধান
স্বর্ণচূড়ায় মিঠা।
বাংলা আমার লাল মাটির সুর
বাংলা কীর্তনীয়া,
বন পলাশের পদাবলি
সাথে পুবের হাওয়া।
বাংলা আমার নদী-মাতৃকা
একতারাতে গাঁথা,
বাংলা আমার রবীন্দ্র, নজরুল
সুর-সঙ্গীত সাধা।
বাংলা আমার দুর্গা-কালী
ধানের ছায়ায় লক্ষ্মী,
বাংলা আমার মানব সংস্কৃতি
বৈচিত্রময় পক্ষী।
বাংলা আমার অরণ্য সুন্দরী
জঙ্গল মায়ের কন্যা,
মা-বোনেরাই বাংলার প্রাণ
ধনধান্যে ধন্যা।
এই মাটিতে জন্ম মোদের
এই মাটি ঘিরেই স্বপ্ন,
বাংলা সংস্কৃতির নবদিগন্ত
ঐতিহ্যের নবপ্রয়াস
বিশ্বাস, ভরসার চন্দ্র লগ্ন
ইতিহাসের বিশ্বাস।
বাংলা আমার সকাল-বিকাল
নৈশ জোছনার আলো,
বাংলাকে ভালোবাসলে পরে
সবাই থাকবে ভালো।