বঙ্গ

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-আরজি কর মামলা আজ

বোধোদয়

বোধোদয়ের বোধনঘটে
শিশির ভেজা প্রথম সকালে
নিয়ে এলো প্রাণের পরশখানি।

প্রভাতের পথিক আমি
জানতে চাইলাম—হঠাৎ কেন এই বোধোদয়?
আর কেনই বা এতো হিল্লোল-কোলাহল?

বোধনঘট বলছে—জাগ্রত করো, মঙ্গল করো হে।

পরের পীড়ায় শোকসাগরে রবো,
আমার বিচার-পরের তরে
নিজের স্বার্থে রবো না ঘরে।

হৃদয় মাঝারে সকল গর্ব দমন করে
সব মোহকে বিনাশ করে
মগ্ন হতে চাই আনন্দ সাগরে।

সকল দুয়ার উন্মুক্ত করে
নিজেকে গড়বো মানুষের তরে।

শুনতে পাচ্ছি আহ্বান—
বোধোদয় হোক আমাদের!

জাগ্রত হোক সমাজ
ভাঙো অলস ঘুম
জীবন পথকে শূন্যময় না করে
হোক মনুষ্যত্বের জয়।

কাজের মাঝেই মনের আলো
হাল ভাঙা পাল ছিঁড়ে ফেলো
অচিন কূলে পাড়ি দিয়ে
মুক্ত করো বোধোদয়—

বোধোদয়ের বোধনঘট—
দেখো, কোলাহল আর নেই।
ভেসে আসে ওই মঙ্গল মাধুরী
সময় বয়ে যায়।

বোধোদয়! তোমার হৃদয় খোলো
বোধোদয়! হোক তোমার জয়।

বোধনঘট—তুমি অপূর্ব,
তুমি জনতার গান গাও।
বিধির বাঁধন শক্ত করে
সব অন্যায়ের বাঁধ ভাঙো।
ভাঙো! ভেঙে দাও!

তবেই তো বোধোদয়!

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

3 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago