‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-৯ জনেও প্রথম পয়েন্ট ইস্টবেঙ্গলের
অঙ্ক
অঙ্ক যদি মিলে যায়
তবে অঙ্কটা হয় সঠিক
আর সংখ্যাটা যদি থমকে যায়
তবে সংখ্যাটা হয় বেঠিক।।
পরীক্ষার আগেই ফল জানলে
বাস্তবেও সংখ্যার মিল
কী করে জানলে সংখ্যা পণ্ডিতরা
তবে কি আসলটাই গরমিল?
সত্য সেলুকাস! অবাক জঙ্গল
পশুপাখিদের দেখা নেই
ওরা নাকি সব নীলামে গেছে
দৈত্যকুল হয়েছে জঙ্গলের ফেউ।।
আজব দেশের উলঙ্গ রাজা
মুখ দর্পণেও কালিমা
আর কত কালি মুখে মাখলে
যাবে ঔদ্ধত্যের গরিমা।।
জীবনটা যদি হয় ছলনায় ভরা
ছলচাতুরি হয় সংলাপ
যতই ভাবো আছো রাজ পালঙ্কে
রাজা তুমি নগ্ন, নগ্ন তোমার প্রলাপ।।
রাজদণ্ড যদি করে ক্ষমতার সংঘাত
প্রজারা হয় বড় অসহায়
জেনে রেখো রাজা তুমি উচ্ছিষ্ট
মূল্য তোমার ধুলা-ধুলায়।।
মূল্য তোমাদের ক্ষণিকের অতিথি
তোমরা পশুদের থেকেও অধম
যতোই হও তোমরা ক্ষমতার তিথি
পশু পাখি জঙ্গলে উত্তম।।