‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-চন্দ্রচূড়ের সমালোচনায় উদ্ধব
মন্টু চাষি
মন্টু চাষিরা ছিল খুব খুশি
যৌথ পরিবারে তাদের ছিল অহংকার
ছয় ভাই-বোনের একক পরিবার
বৌদের ভালবাসা তাদের ছিল অলঙ্কার।।
হঠাৎ হলো একদিন কঠোরতর বজ্রপাত
যৌথ পরিবারের মাথায় পড়লো হাত
রটে গেল বার্তা গ্রাম থেকে গ্রামে
দখলদারেরা আসবে, জমি নেবে যমে।।
চিন্তায় চিন্তায় পড়ে কপালেতে ভাঁজ
মুখের হাসি কেড়ে নেয় কেবা আজ?
সারাদিন কাটে চিন্তায় জমির মাটিতে
মাটি ধরে কাঁদে চোখের জল জমিতে।।
যে মাঠে পড়তো সোনামাখা রোদ্দুর
যে মা ও মাটি ভালোবাসায় ভরপুর।
যেখানে দাঁড়িয়ে সবার ভবিষ্যৎ নাচতো
মধ্যাহ্নভোজে মেয়েদের নূপুর বাজতো।।
সে মাটি আজ কেমন খাঁ-খাঁ করছে
তবে কি কেউ ফসলের টুটি ধরেছে?
কম্পমান ভবিষ্যৎ অন্ধকারের নিশানা জানাচ্ছে
কী হয়, কী হয় চাষি পরিবার শুধুই ভাবছে।।
হঠাৎ এলো সেদিনের ভরা ভাদর
মন্টু ভেবেছিলো আজমীরে চড়াবে চাদর
আগের দিন ছিল সবে বরাতের রাত
আলোর রোশনাই শেষে এসেছে প্রভাত।।
কানে এলো কিছু বুট জুতোর শব্দ
সাথে কিছু গাড়ি আর বুক কাঁপানো শব্দ
লাল নীল হলুদ ফিতে মাথায় বেঁধে
চারপাশ থেকে জুটলো প্রমোটার শাগরেদে।।
এলো নিয়ে বন্দুক আর বুলডোজার
জমির সব ফসল করলো ছারখার
জোর করে নিল সব জমির দখল
শোকে পাথর তখন বাড়ির সকল।।
মন্টুর দাদা আর্তনাদে লুটিয়ে পড়লো
আর এক ভাই প্রলাপ বকতে লাগলো
মন্টু রাস্তায় ভিখ মাগতে বেরোলো
বাড়ির মেয়েরা ঝি-চাকর হলো।।
আজও মন্টু পথে পথে ঘুরে শুধু বিচার চায়
কেন সব থেকেও সব চলে গেল দোষিদের শাস্তি দাও
পরিবারগুলো অসহায় হয়ে শুধু ফেলে চোখের জল
বলতে পারো, বলতে পারো কেন এ বিষময় ফল।।
যাদের জীবনে প্রভাত হতো খুশির সূর্য দেখে
আজ তারা সব বঞ্চিত কালো মেঘে গেছে ঢেকে
কান্নাই এখন ওদের আশ্রয় আর ওদের জীবিকা
বাড়াভাতে ছাই ঢেলে দিল এ কোন বিচার মৃত্তিকা?