দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of tthe day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ছিঃ
ছিঃ তোমাদের সারা মুখে রক্ত
সারা গায়ে বারুদের গন্ধ
শরীরে তোমাদের রক্তের নেশা
কেমিকেল মিশিয়ে লোককে করেছো অন্ধ?
ছিঃ তোমাদের শরীরে নগ্ন বিষ
তোমাদের অন্তরে সাপের ছোবল
এত মানুষকে হত্যা করেও
বুক বাজাচ্ছো প্রবল?
ছিঃ তোমাদের চেতনায় শুধু অন্ধকার
হাতে নিরীহ মানুষের রক্ত
সাদা-জামাকাপড় একদম মানায় না
ভেতরটা পাষাণ, পিত্ত।
ছিঃ নারীর মর্যাদায় মারলে টান
ভাবলে না বোনের ইজ্জত
ড্যামেজ কন্ট্রোলে বাজারে নেমেছো
ম্যানেজ হবে না ভবিষ্যৎ।
ছিঃ তোমাদের সারা শরীরে রক্ত!
রক্ত নিয়েছো, কেড়েছো প্রাণ
জবাব দিয়েছে নন্দীগ্রাম
বুলেটে করেছে রক্তস্নান।।
ছিঃ তবুও তোমাদের লজ্জা নেই
নেইকো মর্যাদা অথবা সম্মান
রক্ত মেখেও করছো বড়াই
জানো না জীবন দহনের দাম?
ছিঃ আর মুখ দেখিয়ো না
মুখ লুকাও ওই নন্দনে
নন্দীগ্রাম ক্ষমা করবে না
ধিক্কার থাকবে ক্রন্দনে।।

Latest article