‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিজয়গড়ে গোডাউনে বিধ্বংসী আগুন
সম্রাট
তুমি তোমার পতনের তুমি
ঔদ্ধত্য তোমার আকাশচুম্বি
অহংকার তোমার বুদ্ধি বিভ্রাট
অত্যাচারে তুমি উলঙ্গ সম্রাট।
হুজুগে তুমি তুঘলকি তরমুজ
দানবিকতায় তুমি নিষ্ঠুর গম্বুজ
সর্বহারার তুমি বুলডোজার
শ্রমিকের কাছে তুমি ক্লোজার।
হাতে তোমার বন্দুকের নল
নেশায় তুমি ডুমুর ফল
উন্মত্ততায় তুমি রক্তের তুফান
বিবেক-আবেগ মৃত সোপান।।
স্বেচ্ছাচারিতায় তুমি বড়ই নিষ্ঠুর
ব্যভিচারিতায় উন্মাদ নিথর
প্রমোদ জোয়ারে তুমি জহ্লাদ
সর্বসাধারণের জন্য তুমি বিষাদ।।
তুমি কেবল একান্তই তোমার
কর্মকাণ্ডে একেবারে হিটলার
স্বপ্ন তোমার কেবল পুঁজিবাদ
কাঁদছে মানুষ জমি আবাদ।।
মানুষকে দিয়ে জলাঞ্জলি
চলছে রক্তের অঞ্জলি
অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র
এবার গণতন্ত্র শেষ করার ষড়যন্ত্র।।
যা ইচ্ছে তাই করছো
মানুষের জমি লুটে নিচ্ছো
কাউকে তুমি কেয়ার করো না
বাংলার মাটি তুমি চেনো না।।
এখন তুমি কমরেড নও
পুঁজিবাদের হাইব্রিড ফাউ
অহংকার তোমার ভোরের স্বপ্ন
ফানুস ফাটবে হবে ভগ্ন।।
কেন কৃষকদের সব কাড়লে
কৃষক রমণীদের বিবস্ত্র করলে
তোমার মুকুটে উলঙ্গ পালক
উলঙ্গ সম্রাট! কাঁদছে বালক।।
সফেদ হাতির সাজার বাহার
তুমি শুধু কেবলই তোমার
সরকারি অর্থে পুলিশ জুলুমে
রাজত্ব চালাচ্ছো শুধুই হুকুমে।।
সমঝে চলার সময় এসেছে
এ-কূল ও-কূল দু-কূল ভাঙছে
তুমিই আনছো তোমার দুঃসময়
অভিশপ্ত জোতদার তুমি ক্লেদাক্তময়।।
তুমি তোমার অশনি সংকেত
আসছে ধেয়ে অশুভ প্রেত।
গোঁয়ার্তুমিতেই তোমার সর্বনাশ
বিনাশকালে বুদ্ধিনাশ।।
জাগছে মানুষ জাগছে নবীন
পার পাবে না চশমা রঙিন
ভাঙছে গঙ্গা ভাঙছে পদ্মা।
ভাঙবে বন্ধু তোমার স্পর্ধা।।