‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ভাবি না
তুমি কে? জানি না
আমি কে? ভাবি না
তোমাকে বলছি? বলো না?
কথার কথা-ছলনা।।
তোমরা কারা?
মানব যারা।
আমরা কারা
প্লাবন ভরা।।
তুমি কোথায়?
লড়াই যেথায়
আমি কোথায়?
প্রতিবাদী ভাষায়।।
তুমি কে? গঙ্গা-যমুনা
আমি কে? পদ্মা-মেঘনা
তোমার ঢেউ? মোহন মোহনা
আমার ঢেউ? জাহ্নবী কন্যা।।
তোমার জীবন? শিশিরবিন্দু
আমার জীবন? করুণাসিন্ধু
তোমার কথা? ঐ মহাসিন্ধু
আমার কথা? নিঃশব্দ ইন্দু।।
তুমি কে? যায় আসে না
আমি কে? ঊষার প্রার্থনা
তুমি কে? দুরন্ত ঝরনা
আমি কে? ব্যথা বেদনা।।