‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আরজি কর ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন
জাতীয় সম্পদ
দরিদ্রের কুটিরেই হয়
আমাদের জাতীয় জীবনের স্পন্দন
লাঞ্ছিত মানব আত্মাই
আমাদের হৃদয়ের বন্ধন।
শিউলির বাবলার
আঁধার গলির ফাঁকে
জোনাকির কুহকের আলো
ঝিঁঝির সবুজ ঘাসে।
পর্ণকুটিরের ইঞ্চিতে ইঞ্চিতে
ফুটে ওঠে কোজাগরী পূর্ণিমার চাঁদের আলো।
আর চাঁদ জোছনার রিমিক ঝিমিকে
পল্লবিত হয় মানব জীবনের সুশোভিত ভালো।
পর্ণকুটিরের ছোট্ট মাটির উঠোনে
কালো মাটির হাঁড়িতে ফোটে ঢেঁকিছাঁটা চাল
তার সাথে সুবেশিত হয় কয়েকটা আলু
ছড়িয়ে পড়ে খাবার সুগন্ধির অলঙ্কার।
এক টুকরো পেঁয়াজ ও কাঁচালঙ্কার আস্বাদ।
আধ কালো ঘোলা জলে
স্নান করেই খেতে বসা খাবার মেটায় স্বাদ।
খাবার কি জ্বালা?
সময় আর সময়কে মানতে পারে না।
মুঠোয় মুঠোয় ভাতের গোল্লা
একেবারে ক্ষুধার্ত পেটে অমৃত সোনা
জাতির গর্ব দু-মুঠো মোটা ভাত।
কী অপূর্ব তার স্বাদ।
আর কী অপূর্ব তার তৃপ্তি।
বাঁধ ভাঙে সব বাঁধ।
পেটও ঠান্ডা, মাথাও ঠান্ডা
জাতির সম্পদরা এবার এগিয়ে চলবে
আরো কত ফসলে সোনা ফলবে
আর যারা ফলাবে?
তারা কিন্তু সন্তুষ্ট শুধু দু-মুঠো ভাতে।
অনেক সময় এটাও জোটে না।