‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-থেকে যাবেন হেলাল হাফিজ
সবার আপন
আমার মাথার ওপরে তো একটা
মাথা ঢাকার চাদর আছে
মানে মাথায় একটা চাল আছে
আমার তো একটা শোবার খাট আছে
আছে চাদর ও বালিশ।
আমাদের যাদের ঘরবাড়ি আছে
তাদের তো রান্না করার ঘর
অথবা একটা স্নানের বাথরুম আছে।
কিন্তু
আজও অনেকে এ পৃথিবীতে আছেন
যাদের মাথাটা ঘরের খোলা
কখনও ঝড়, কখনও বা বৃষ্টিতে
ঘরের ওপর থেকে ঝরে পড়ে
বৃষ্টির অঝোর ধারা।
শোবার বা রান্না করার জায়গাটা
একেবারে জলে-জলাকার হয়ে যায়।
ওদের বাসনগুলো জলের মধ্যে
এদিক থেকে ওদিক ভাসতে থাকে।
উনুনগুলো মাটির
জলে ভিজে একবারে কাদা,
খাবার জলের আকাল
এত জল তবুও
খাবার পথ একেবারে বনধ্।
অথচ তবু আমরা ভাবি না কেন?
একদিন যার গাড়ি ছিল না
সে তো বাসে চড়েই ঘুরত
কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে
ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যেত।
আমারও মনে হয়
আজ আমি একটা গাড়িতে যাতায়াত করি।
রাস্তায় যখন অনেক লোক
রাস্তা পার হয়
আমি দাঁড়িয়ে থাকি।
আমার মনে হয়
আমার পার হবার থেকেও
ওদের পার হওয়াটা অনেক জরুরি।
একদিন তো আমি ওদের মতো
হতাম রাস্তা পার।
তবে আজ এত তাড়া কেন?
অথবা আমরা ভুলে যাই নিজেদের?
একবারও ভাবি না কেন?
যার আছে, আর যার নেই
এর মধ্যে এত অন্তরায় কেন?
আজ যা আপন, তা তো কাল হতে পারে পর
আর আজ যার কিছু নেই,
সে তো কাল সব পেতে পারে।
তবে এই মানসিক চেতনা
আমাদের পথের দিশা
দেখায় না কেন?
জাগায় না কেন?
দেখায় না কেন?
আমরা সবাই যেন
অনুভব করতে পারি
সবাই-সবাইকে।।