‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সঙ্কটজনক উস্তাদ জাকির হুসেন ভেন্টিলেশনে
বিকেল বেলা
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও
আমাদের বিকেলটা,
কোথায় যে সে হারিয়ে গেল
আজ আর খুঁজে পাই না।
প্রতিদিন বিকেলে খেলা করতাম
পার্কে পার্কে আড্ডা জমাতাম,
সব বন্ধুরা মিলে ফুচকা খেতাম,
ঝালমুড়ি আর আলুকাবলি
রোজ ছিল আমাদের জীবনের সঙ্গী।
স্কুল থেকে ফিরে এসে
দু’ঘণ্টা সবাই ছুটি কাটাতাম,
মায়ের দেওয়া টাকা নিয়ে
রোজ সবাই মিলে এক-একটা খাবার খেতাম।
লাট্টু-কাবাডি-ফুটবল-ক্রিকেট,
গুলি খেলা আর চু-কিত-কিত
ছিল সকলের বিকেলের হকিকত।
ডাঙ্গুলি খেলতে গিয়ে মাথা ফাটলে—
দুই পাড়ার মধ্যে ঝগড়া হতো,
মায়ের কাছে কেঁদে আবার নালিশও হত।
যারা নালিশ করত, তাদের ভেঙচি
কেটে বলতা—নালিশ করলে বালিশ পাবি।
দুই পাড়ার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হত
কিছুদিন পরে ফিরত ভাবের ছন্দ।
প্রতিদিন ফুচকাওয়ালা অপেক্ষা করত,
আমাদের জন্যই তার সংসার চলত।
একবার ফুচকা খেলে দুবার তেঁতুল জল ফ্রি
আর ঝালমুড়িওয়ালা দিত নারকেল ফ্রি।
এভাবেই কত বিকেল এসেছি আমরা ফেলে
আজও মনে পড়ে সেসব বিকেলবেলার কথা,
কোথায় হারিয়ে গেল সেদিনের সেই বিকেলটা।
আজকের ছোটরা দুখি-দুখি মনে গোমড়া হাসে,
ঝালমুড়ি থেকে ফুচকা সব আজও আছে,
পড়ার চাপে সেই বিকেলটা হারিয়ে গেছে।
আজও খুঁজে বেড়াই—
সেই ছোটবেলার বিকেলটা।
ঝালমুড়ির নারকেল আজও কাঁদে
কাঁদে ফুচকার তেঁতুল জল,
আজ বিকেলটা হারিয়ে গেছে
আপন হয়েছে পড়ার যন্ত্রকল।
ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও
মোদের বিকেলটা
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা আর
বাঁচার জীবনটা।