‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-১১ সংকল্পের নামে মিথ্যাচার
কথাব্যাঙ্ক
সব কথাই যদি কথামালা হয়
সব কথাই যদি বেরিয়ে যায়
তবে সঞ্চয়ে থাকবে কী?
কথা সঞ্চয় করে মোদের হৃদয়
হৃদয় ব্যাঙ্কে থাকে কথা বিস্ময়
নামটা তার কথাব্যাঙ্ক।
টাকার ব্যাঙ্কে যেমন টাকা থাকে গচ্ছিত
হৃদয়ব্যাঙ্কে তেমনি কথাব্যাঙ্ক থাকে সুসজ্জিত।
ব্যাঙ্কের হিসাবে থাকে অর্থের সুদ ও আসল
আর
কথাব্যাঙ্ক? কখনো সখনো তো—
বুক ফাটলেও ফাটে না মুখ।
এ যেন জীবনের সবচেয়ে বড় গচ্ছিত ধন।
অনেক কথা তো অনেকের চির জীবন
গচ্ছিত থেকে যায় হৃদয়ব্যাঙ্কে,
যা হৃদরোগে আক্রান্ত হলেও
হৃদয়ের মেপে রাখা কথা কখনো বেরোয় না।
‘কথাব্যাঙ্ক’ তো সুইসব্যাঙ্কের থেকেও
অনেক অনেক powerfull
কোনো কোড নাম্বার লাগালেও
তা খোলে না। আর তার চাবিও লকারে থাকে না।
অনেক কথা, অনেক ভাষা
বিশ্বাস, আবার সংকল্পের দিশা
সাংবিধানিক শপথ? তা তো পবিত্র আজান,
অথবা গীতা-বাইবেল-ত্রিপিটক-গ্রন্থসাহেব-কোরান।
একবার নিলে শপথ
‘কথাব্যাঙ্কে’ জমা থাকে
সব সরকারি তথ্য অথবা জমা মত।
সময় মতো হয়তো দু-একটা বেরোবে,
তাতেই হৈ হুল্লোড়।
আর না বেরোলে
‘কথাব্যাঙ্কের’ শুরু হবে উপোস
তবুও খাদ্য সে নেবে না
অথবা
না-না দেবে না।
‘কথাব্যাঙ্ক’ তার নিজস্ব আপনজন।।