‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
নজরুল স্মরণে
অবিভক্ত দুই বাংলার কবি
বিদ্রোহী নজরুল
ভাবিয়াছো শুধু মিলন স্বপ্ন
পাও নাই কোন কূল।
দুই বাংলার মিলন স্বপ্ন
জাগিয়েছিল যে প্রাণে
সফল হইবে একদিন ঠিকই
শুনিতে পাইবে কানে।
কিন্তু তখন থাকিবে না তুমি
আমাদের হিয়ামাঝে
তাই তো মোদের অগ্নি জ্বলে
দগ্ধ বুকের মাঝে।
বিদ্রোহী কবি লেখনী দিয়ে
জাগিয়েছিলে যে সাড়া
লেখনী তোমার সার্থক আজি
তবু তুমি বাক্-হারা!
আজকে তুমি হারিয়ে গেছ
পাইনে খুঁজে আর
তাই তো তোমার আমার মাঝে
অসীম পারাবার।
জাতীয়তাবোধের দোহাই দিয়ে
তোমারে যে দিল বলি
নির্বোধ হায়! বুঝিল না তাই
বলির ঊর্ধ্বে তুমি।
সাম্যবাদের যে মহামন্ত্র
তুমি করে গেছ দান
স্মরিব মোরা চিরস্মৃতি ভরে
দেব তার প্রতিদান।।