‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-যিশুর জন্মদিনের ডিনার
নবজাগরণ
হে নবজাগরণ জাগো জাগো জাগো
নদীর স্রোতের মতো স্রোতস্বিনী হও মাগো
আকাশমালার বারিধারার বরষনে
সৃষ্টি-কৃষ্টি, সৃজন দৃষ্টিতে দিগন্তে তুমি জাগো।।
সারা পথের ক্লান্তি ধুলায় উঠছে ধুলা ঝড়
দাও না দীক্ষা শ্রদ্ধার্ঘ্য দিয়ে গড়তে নবঘর
সাঁঝের আলোয় পাখিরা যায় আপন আপন ঘরে
তবে কেন থাকবে না জাগরণ জাগৃতির দ্বারে।।
জাগরণ একটা শব্দ নয় শুধু
এ তো ইতিহাসের অতীত মেলা
পারি না কি আমরা গন্ধরাজ হয়ে
খেলতে সুরভিত সৌরভ খেলা।।
পথহারা আমরা কেন হতে যাবো
কেনই বা কাঁদবে চন্দ্রমল্লিকা
লোকদেখানো নয়, অন্তর দিয়ে
এসো গড়ে তুলি স্বপ্নতুলিকা।।
স্বাধীনতা পেয়েও শুকনো রুটি
যদি হয় ঝলসানো চাঁদ
তবে কীসের জাগরণ কীসের মুক্তি?
যে মুক্তিতে নেই মানবিক আস্বাদ।।
কোথায় গেলো মায়ের স্নেহ
মায়ের ভালবাসার আঁচল
জীবনটা যদি হয় মরুভূমি সম
তবে জাগরণ হবে কি সফল।।
নীল আকাশের বিশাল বিশ্বে
যদি না দেখা যায় চাঁদ
তবে কীসের জীবন, কীসের ভুবন
জাগরণ মেটাবে না স্বাদ।।
জাগরণী মন্ত্রে যারা গেয়েছিলো
বাঁধ ভেঙে দিয়েছিলো যারা
তারা আমাদের সব ইতিহাস
তবু ইতিহাসে হারিয়েছে তারা।।
বন্ধনমুক্ত গানে গানে বন্ধন যাক টুটে
অনেক হয়েছে আর নিও না জাগরণকে লুটে
অনেকদিন পার হয়ে গেছে, হয়েছে এখন সন্ধ্যা
এসো না এই স্বর্ণালী সন্ধ্যায় সাজুক রজনীগন্ধা।।
নবপ্রজন্ম এসো এসো তোমরা
আগামী তোমাদের উপহার
সব ভুলে গেলেও ভুলো না বন্ধু
নবজাগরণের সমাহার।।