‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
গোবরে পদ্ম
দিও না দিও না ফিরিয়ে মোদের
স্থান দাও বক্ষে তোমাদের।
আমরা নিষ্পাপ অনাথ শিশু
আমাদের মতোই জন্মেছিলেন যিশু।
অদৃষ্ট আমাদের পথে পথে ঘোরায়
অসামাজিক কাজ করতে উসকানি দেয়।
আমরা কিন্তু পঙ্কিলতা থেকে মুক্তি চাই
আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও।
একটা অনাথ নিষ্পাপ শিশুর মনের প্রলাপ
মনে হলো ‘হৃদয় দংশনের’ এক বিবেকের গোলাপ।
এ সমাজে অনেকের, অনেকের অনেক আছে, কারো আবার নেই
যার সব আছে, হৃদয়টা তাঁর বন্ধক দেওয়া আছে, মন বলে কিছু নেই।
তাই এই সমাজের নিকট আবেদন
নিন না একটা নিষ্পাপ ধন।
যাঁরা রাস্তায় ঘুরে কাঁদবে না
পথে পথে ভিখ মাগবে না।
এতটুকু ভালোবাসা, মেটাবে তাদের সারাজীবনের আশা
জন্ম নিয়ে বৃথা চিন্তা, ভবিষ্যৎই তো প্রধান ভরসা।
যাবার সময় কিছুই যাবে না, থাকবে শুধু শ্বেতপুষ্প
‘গোবরে পদ্ম’ পাতা মেলে দেবে, দিয়ে ভালোবাসার অর্ঘ্য।
আসল পুষ্প গোলাপের কুঁড়ি
হাসির আলোকে দুলবে দুলি।
তাদের ভালোবাসলে পরে
কর্মক্ষেত্রে রইবে পড়ে
শিশুকে গড়ার শ্রেষ্ঠ দান
জীবন হোক ‘সেবার ঐকতান’।