‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের নেপথ্যে
ফুল
বরাবরই ফুলের প্রতি
একটা গভীর ভালবাসা
সর্বক্ষণ মনে হয়
ফুল জীবনের প্রত্যয়।।
জীবন-মরণের
সর্ব সীমানায়
ফুল যেন কেমন
আশ্চর্যভাবে জড়িয়ে থাকে।।
প্রতি মুহূর্তে ছায়ায়
ফুল দুর্ভিক্ষ নয়
এক প্রতিজ্ঞা পরখ
থাকে সর্বদাই।।
অজস্র সুখে-দুঃখে
আগোছালো নয়
বাঁধন বন্ধন
সবারে সৃষ্টি দেখায়।।
ভালোবাসায় শ্রদ্ধায়
ফুলকলিগুলো
তাজা সাজা
তৃপ্তি – শান্তি।।
গলায় মালা
নত হতে হবে
ফুল মাথা নত করে না
দোলা দিয়ে যায়।।
শুভকাজে হিমাচল
দুঃসংবাদ আঁচল
মন্দিরে আহুতি অঞ্জলি
মসজিদে ফুলের চাদর
গুরুদ্বোয়ারে সম্মানে
শয়নে-স্বপনে।
গির্জায় মা মেরি
শ্মশানে – কবরে
মাটিতে ধুলায়
ফুলের বাসর
ফুলের আতর
মায়ের আশীর্বাদের ছোঁয়ায়।।
অভিনন্দন মেলার বন্ধনে
একটা ছোট্ট ফুল
সব কথা বলে
ফুল ফোটে।।
মৌসুমী ফুল
জংলা ফুল
সে সবাইকে ভাবায়
কিন্তু তাকে কে ভাবে?
ফুল ভাবে ভুল
একূল – ওকূল
এপার – ওপরে
সীমারেখা নেই।।
ফুল – ফলের মাঝারে
তবু ফুলের দাম
সব থেকে বেশি
সব থাকলেও।।
হয় চাইতে
একটা ফুল দিন
এটা জীবনের সবচেয়ে
দামী উপহার।।