দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫
আন্তর্জাতিক যুব বর্ষে শপথ নিলাম মোরা
সাম্য, মৈত্রী, শান্তির বাণী বইবো
বিশ্বজোড়া
তারুণ্যকে করবো মোরা জয়
অবশ্যই হিংসার দ্বারা নয়
পৃথিবী এক বিরাট পান্থশালা
কেউ বা কাঁদে, কেউ বা সঞ্চয় করে শুধু
কড়ি
একদিকে বিলাসিতার প্রাচুর্য
অন্যদিকে না পাওয়ার হাহাকার
ক্ষমতার লড়াইয়ে আজ কি মোরা
প্রাণহীন?
একদিকে শান্তির অদম্য প্রচেষ্টা
অন্যদিকে অশান্তির বেড়াজাল
আমরা যুবক-যুবতীরা আজ হবো নাকো
অসহায়
এ পৃথিবীর কাছে আমরাও জানতে চাই
তারুণ্যের নাম কি বিপ্লব?
বিপ্লবের ধ্বনিতে কি শোনা যায়
শান্তির আগমন?
অথবা স্বপ্নের কুজ্ঝটিকা
তারুণ্য কি চায়? অথবা শান্তি?
না, না, সময় বয়ে যায়
এখন আর দেরি নয়
আমরা চাই তারুণ্য হোক শান্তি
তারুণ্যের সমারোহে বিশ্ব যুব উৎসব
হোক শান্ত
তারুণ্যের শান্ত সমারোহে
ভবিষ্যৎ অঙ্গুলি নির্দেশ করুক
শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা।।

Latest article