‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-”সংখ্যাই কথা বলে”, বিনামূল্যে চিকিৎসা করাতে সেবাশ্রয়ে বাড়ছে ভিড়, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ক্ষমতার দাম্ভিকতা
অনেকেই ভাবে আমি খুব বড়
আমার মত বড় কেউ নেই
আমিই হলাম ক্ষমতার বিধাতা!
কিন্তু জানে না ক্ষমতার সমতা
সময় আসে, সময় চলে যায়
থাকে না যে ক্ষমতা, নিষ্ঠুর বিধাতা!
চিরস্থায়ী কোন আসন কারো নেই
জনতার দরবারে,
মানুষের ক্ষমতাই আসল ক্ষমতা, গণতন্ত্রের তরে।
ক্ষমতা পাওয়া যেমন কঠিন
ক্ষমতা ছাড়া আরও কঠিন
তাই ক্ষমতা যেন ক্ষমতাকে অপব্যবহার না করে;
একদিন কিন্তু ক্ষমতার জোতদার
যাদের সাথে হাত মিলিয়েছে অনেক আড়তদার
যাদের ঘরে জমা হয়ে আছে মৃত মানুষের হাড়।
কেউ কোনোদিন জবাব পাবে কি তার?
হিসাবের খাতায় জবাবের গরমিল!
মানুষ পায় না তাই অন্তরের মিল।
তাই ক্ষোভ বাড়ে, বাড়ে অসহায়তা,
মানুষে মানুষে তাই বাড়ে জড়তা
এসো গড়ে তুলি পরিবর্তনের নূতন বারতা।
যাদের রক্তে গড়া এই পৃথিবী
তাদের বঞ্চনা করে বিকৃতি ছবি?
প্রতিরোধ হোক গড়তে নূতন রবি।
গড়ে উঠুক মানবিকতার প্রাণ,
ঘরে উঠুক নূতন ফসলের গান
দানে দানে ভরো সভ্যতার সোপান।।