দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মৃত্যু
মৃত্যু? তোমায় কে ভয় পায়?
দাঁড়িয়ে থাকো শুধু দরজার গোড়ায়!
তাতে কিছু যায় আসে না।
যেখানে প্রয়োজন দেখা যায় না?
অপ্রয়োজনে আসো,
তুমি নিজেকে শুধু সবচেয়ে ভালোবাসো।
তোমার করুণা, তোমার ছলনা!
ভালোদের দাও শুধু যন্ত্রণা
নিজের চেহারা কখনো দেখো না।
অদৃশ্য তোমার চেহারা, অস্পষ্ট তোমার মুখ,
কদাকার তোমার দেহের রঙ,
কর্কশ তোমার গলা!
দূর থেকে শুধু উঁকি মারো,
হাতছানি দিয়ে ইশারা করো
তারপরেই গুমরে মরো
সর্বত্র তোমার অবাধ গতি,
তুমি হলে এক অদৃশ্য শক্তি
সাধারণের নিকট বিষাদমূর্তি।
তোমার দয়া চাই না মোরা
চাই না তোমার সান্ত্বনা
যা ইচ্ছা তুমি করতে পারো, করো না শুধু ছলনা
মৃত্যু! তুমি কাপুরুষ নও
কেন ছলনার আশ্রয় নাও
কেন শুধু শুধু ভয় দেখাও?
কারো ভালো তোমার সহ্য হয় না
কত পরিবারকে দাও শুধু যন্ত্রণা
প্রাণ কাড়তে তোমার বুক কাঁপে না!
তুমি হয়ে গেছো অভ্যস্ত
কান্না তোমায় করে আশ্বস্ত
পরের দুঃখে হাসো তুমি খুব!
সকলকে তুমি চমকাও,
আর মনে মনে আনন্দ পাও
তোমাকে কেউ ভালোবাসে না।
কেউ বা দুঃখে, কেউ বা শোকে
বাঁচবে বলে তোমায় ডাকে
তুমি কিন্তু সাড়া দাও না।
আর যখন ওঠে আর্তনাদ,
বাঁচাও আমরা বাঁচতে চাই
তুমি তখন নির্বিকার!
হিসাবের খাতায় সংখ্যা বাড়াও
দুহাত দিয়ে প্রাণ কেড়ে নাও
তোমাকে চ্যালেঞ্জ জানানোর মতো সাহস কারো নেই?
তাই তো বলি সামনে দাঁড়াও!
কত প্রাণ নিয়ে খুশি হতে চাও
সাহস থাকে তো জানিয়ে দাও।
প্রতারণা করবে না, মুখ টিপে টিপে হাসবে না
মাথা উঁচু করে দাঁড়িয়ে বলো আমায় ছাড়া চলবে না।
আমি বাস্তব, আমি নিষ্ঠুর
আমি করুণ, আমি বন্ধুর
তবুও আমি মুক্তি চাই, তোমরা আমাকে পথ দেখাও।

Latest article