‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ফিরবে না
শোকে বিহ্বল এক মা আর স্ত্রী
পথ চেয়ে বসে আছে উন্মুক্ত হয়ে—
ভাবছে তাদের একান্ত আপনজন
হয়তো বা ফিরে আসবে,
মা বলে ডাকবে
হঠাৎ ক্ষুধার্ত হয়ে বলবে, ‘মাগো খেতে দাও,
বড্ড খিদে পেয়েছে।’
ঘরে কিন্তু চাল বাড়ন্ত,
দীর্ঘদিন কারখানা বন্ধ।
ছোট ছোট শিশুরা রোজ দরজা খুলে রেখে দেয়।
ভাবে তাদের পিতা আজ
নিশ্চয়ই আসবে।
তারা বাবার কোলে ঝাঁপিয়ে পড়বে
আর অভিমান করে বলবে,
এতদিন কোথায় ছিলে
কেন আমাদের এভাবে ভুলে গেলে?
আমরা কী অপরাধ করেছি? বলো, বলো?
না, শবরীর প্রতীক্ষা, এ সবই অলীক কল্পনা।
তাদের বাবা কোনোদিনই আর ফিরে আসবে না
আসবে কী করে,
আসার জায়গাটা যে বন্ধ হয়ে গেছে,
সে কথা বোঝার ক্ষমতা
ভিখারী পাসোয়ানের বাড়ির কারো নেই
আশায় বুক বেঁধে ওরা বেঁচে আছে
বেঁচে ওরা থাকবে।
জানবে যেদিন নির্মম সত্য
সেদিন তাদের স্তব্ধ শোক
ডুকরে কেঁদে উঠবে কি না?
ফুরিয়ে গেলেও জানি না।
জানি না চোখের কান্নার জল তাদের
হৃদয়ে এখনো অবশিষ্ট আছে কি না?
কিন্তু কাঁদতে তাদের হবেই।
কাঁদতে তাদের হবেই।
এটাই সমাজের ভবিতব্য তো!
বিচারের আশায় পথ চেয়ে বসে আছে ওরা।
শেষ বিচার অনেক আগে হয়ে গেলেও ওরা আশা করে আছে
বিচার হবে বিচার।
তবু ওদের প্রতীক্ষার শেষ নেই।