‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-লক্ষ লক্ষ সাগরযাত্রীদের নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা চলছে বাবুঘাটে
বেলপাহাড়ি
শুরু হলো এক জনসংযোগ যাত্রা
আনতে নব নবলব্ধ বার্তা
ভাবলাম শুরু হবে কোন প্রান্তে
আঁখি মেলেছিলাম অনেক গভীর অন্তে।।
শুনলাম এক গভীর কাহিনি
ডাক এলো বেলপাহাড়ির জননী
অদম্য জায়গা, দুর্গম জঙ্গল
মনে এলো এক নতুন বল।।
শুরু হলো যাত্রা বেলপাহাড়ি থেকে
গভীর রাতে দাঁড়কাক উঠলো ডেকে
বুঝলাম কোন আতঙ্ক কাঁদে
কথা বললাম আঁধার রাতের ফাঁকে।।
সূর্যোদয়ের সাথে সাথে সূর্যালোকে
ছুটে গেলাম ‘জো’ গ্রামের ডাকে!
‘জো’ গ্রামে যাওয়ার জো ছিল না
পুলিশকে জানিয়ে,
কারণ তাহলে তারা যেতে দিতো না
পিটিয়ে দিতো ঠেঙিয়ে।।
ভোরের আলো ফোটার আগেই
লুকিয়ে গেলাম ‘জো’ গ্রামে
দুর্গম পথ, গাড়ি যায় না
কিছুটা হেঁটে ঢুকলাম গ্রামে।।
কথায় কথায় দেখতে পেলাম
বলছে ওরা পিঁপড়ে খেলাম
ভাবলাম এ কোথায় এলাম
এখনো যারা রয়েছে গোলাম।।
গ্রামে গ্রামে চলেছে হাহাকার
নেইকো তাদের কোনও আহার
সারা শরীর জুড়ে পিঁপড়ের কামড়ে
ফুলে ব্যথা টনটন হয়েছে শরীরে।।
গায়ে তাদের চাকা চাকা ঘা
থালা বাসন করছে খাঁ-খাঁ
জিজ্ঞাসা করলাম ভাত রেঁধেছেন?
ওরা বললো কোথায় পাবো।
বছরে তিনমাস ভাত খাই গিলে
আর নয় মাস খাই পিঁপড়ে পেলে
বললাম এতো পিঁপড়ে পেলেন কোথায়
উত্তর জঙ্গল মূল আর পিঁপড়ে জোগায়।।
সকাল সকাল তুলতে গেলে
পিঁপড়ের কামড়ে বড্ড জ্বলে
তবুও তো পিঁপড়ে সেদ্ধ ঝোল খাই
কখনো গাছের মূল দিয়ে খাই।।
এটাই আমাদের বাসযোগ্য ভূমি
বেলপাহাড়ির যোগ্য ধরণী
আমাদের তো খবর রাখে না কেউ
আমরা আদিবাসী
আজকে তোমরা দেখতে এসেছো
হলাম অধিবাসী।।
আমরা গড়েছি এ সমাজ সংসার
আমরা পৃথিবীর সাশ্রয়!
আমাদের পর্ণকুটিরে খোলা চাঁদ
চন্দ্র সূর্য গ্রহতারার আশ্রয়।।
আমাদের তোমরা মনে রেখো
একটু আধটু দেখো
গরিব হলেও আমরা মানুষ
একথা মনে রেখো।