দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সর্বশ্রেষ্ঠ জীব
মনুষ্যজীবন শ্রেষ্ঠ জীবন
মনুষ্যত্ব মান এবং হুঁশের যোগবন্ধনে আবদ্ধ
সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও মনুষ্য জীবনে
অনেকের আসক্তি।
কেউ ভাবে হয়তো এ জীবন রাখার দাম কি?
হীনবল নিয়ে বেঁচে থেকে কি পাবো?
আবার কেউ ভাবে ভোগ করে নাও যতটা পারো
ভোগের খাতায় অবসন্নতার খবর লেখার প্রয়োজন নেই,
আবার কেউ ভাবে ‘একটা কিছু হবেই’
চেষ্টা চালিয়ে যাও।
এ সমাজে শোষক আর শোষিত বলে কিছু থাকবে না।
সবার সমান অধিকার।
বাস্তব বড় কঠিন, জগৎটা বড় বিচিত্র
হিসেব-নিকেশের খাতায় নাকি সকলের
কর্মফলের হিসাব থাকে।
কিন্তু কলিযুগে ‘কলিকালের খাতায়’
ব্যক্তিগত প্রভাব না থাকলে পরীক্ষার খাতার
মতো হিসেবের সংখ্যাটা বড্ড গরমিল হয়ে যাচ্ছে,
মনুষ্যত্ব মানেই এখন ‘জোর যার প্রভাব তার’
সে অর্থের প্রভাবই হোক, রাজনৈতিক প্রভাবই
হোক অথবা সমাজের উচ্চ খাতায়
নাম তোলার প্রভাবই হোক।
নাম-যশ-অর্থ সমষ্টিগত মনুষ্যত্ব
সামাজিক ন্যায় সমাজকে পঙ্গু করেছে
যারা তারাই তো আজ পঙ্গুদের নিয়ে সবচেয়ে
বেশি সমবেদনা জানায়, প্রাপ্য তাদের অনেক
একটা হুইল চেয়ারে বসে ভবিষ্যৎ দেখার স্বপ্ন।
সত্যি সেলুকাস! কি বিচিত্র এই দেশ
সমাজ যাদের হাতের মুঠোয় তাদের কে ধরে রেশ?
বিভীষিকা, অমাবস্যা, আষাঢ়ে গল্প
সর্বশ্রেষ্ঠ জীবনের সবচেয়ে বড় বিকল্প
সর্বশ্রেষ্ঠ জীব কি সর্বশ্রেষ্ঠ জীবনের সংহার?
উত্তরটা এত তাড়াতাড়ি নেই জানার
তবে জানতে তো হবেই, কারণ সময় কারোর
জন্য অপেক্ষা করে না, করবেও না—
এ শিথিলতা একদিন ভাঙবেই
জনচেতনা একদিন আসবেই
মনুষ্যত্বের আসল মুখোশধারীদের মুখোশ
একদিন খসে পড়বেই যেদিন
যারা যৌবন সত্যের তালে তালে
গাইবে ‘একটা ফুটন্ত সকাল’ দাও, মনুষ্যত্ব
ফিরিয়ে দাও।।

Latest article