‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজও সুদর্শন-ক্যারিশমাটিক নেতাজিতে মুগ্ধ কোহিমা
তাকিয়ে শিশু
ছোট্ট একটা শিশু
নামটি খুব মিষ্টি
চোখের চাউনিতে জিজ্ঞাসা
পদবি মাহাতো, নামটি জয়তী।
এই তো মাত্র ৫ মাস আগে জন্মেছে
বাইরের দিকে তাকানোর সময় কোথায়
এখনও তো সে মায়ের আঁচলে
এক সুখনিদ্রার আশ্রয়ে
জানতেই পারেনি যে তার অগোচরে
চলে গেছে তার ভবিষ্যতের আশ্রয়
তার অতি আপন পিতা,
বাবা-না-সে বলতে পারলো না তাকে।
লালমোহনের কচি মেয়েটা
তাকে বাবা বলে ডাকবে
মেয়েকে করে তুলবে অনেক বড়
রোজ ঘুমিয়ে স্বপ্ন দেখতো সে,
কেন যে স্বপ্ন ভেঙে গেলো,
সেদিন তাড়াতাড়ি রাত ফুরালো
সবে মাত্র ফুটেছে আকাশের আলো
কাজে সে বেরিয়ে পড়লো।
জানতেই পারলো না তার জন্য অপেক্ষায় আছে
যমরাজ আর তাদের দূতেরা
সারারাত ধরে অনেক মোচ্ছব চলেছে তাদের
সুপারি কিলারদের রক্তের ফলাহারে।
অনেক টাকা পাবে, আর জঙ্গল লুঠবে,
খুনের বদলে অর্থের প্রাসাদ গড়বে,
শ্রেণিশত্রুদের তাই খতম করতে হবে,
প্রতিবাদীরা কেউ থাকবে না।
কেউ প্রশ্ন করবে না মাফিয়াদের
তারা যা ইচ্ছা করবে
লুঠ করবে, খুন করবে
রক্তের হোলি খেলবে
সামনে মুখোশ জনগণের
পেছনে সন্ত্রাস মানুষের ওপর
তাই তো তারা সহ্য করতে পারছিলো না
জয়তীর পিতা, লালমোহনকে
সে যে প্রতিবাদী এক যুবক
মানুষের স্বার্থে লড়াই করে
আর অন্যায় হলেই প্রতিবাদ করে।
সে তো এক অতি সাধারণ হয়েও অসাধারণ।
তাই তো দুমুঠো অন্ন জোগাড় করতে
ভোরবেলায় টিউশান করে।
কে জানতো লালমোহনদের রক্তের ঠিকানা?
কাপুরুষ-এর দল! এর নাম বন্দুক?
খুনের নাম? তোমাদের নেশা?
আমার কলমে তোমাদের জন্য
একটাই ভাষা
এটা রাজনীতির রং নয়
এর জন্য রইল ধিক্কার-ফুৎকার-ছিছিক্কার।